Smart Ice Cream Class 6 Blossoms Activity Questions Answers

Smart Ice Cream Class 6 Blossoms by Paul Jennings in Lesson 10 has been included for Class 6 in Blossoms, English Textbook. Activity Questions Answers and line-by-line Bengali meaning from Smart Ice Cream have been prepared in the following for class 6.

Let’s Share

[A] Given below are the characteristics of one particular food item

(a) frozen,

(b) sweet,

(c) of different flavours and colours.

Now pick out from the following which particular food item has all the above characteristics. Write its name-

(i) biscuit, (ii) ice cream, (iii) pickles

Ans: (ii) ice cream

[B] Fill in the following table with the names of the food items you eat at major meals:

BreakfastLunchDinner
bread and butter, milk, boiled eggrice,dal,vegetables,fish/meat curry,curdroti,vegetables,fish/meat curry,sweets

[C] Here are three types of ice creams: Given a choice, which type of ice cream would you prefer to have

Ans: Given a choice, I would prefer the cone ice cream. (Someone else may like to have the other varieties).

UNIT I: Smart Ice Cream Class 6 Blossoms

Bengali Meaning

বঙ্গানুবাদ: [Consult Blossoms, English Textbook, Page No 97,98]

ভালো কথা, ক্লাসে আবার আমি সেরা হয়েছি। আমি অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছি।এবং ইংরেজিতেও একশোর মধ্যে একশো। আমার দারুণ প্রখর বুদ্ধি, সবার চেয়ে সেরা। ক্লাসে এমন কোনো বাচ্চা নেই যে আমার ধারে-কাছে আসতে পারে।

প্রত্যেক বছর আমি অনেক পুরস্কার জিতি: ক্লাসের সেরা, স্কুলের সেরা | যখন আমার বয়স কেবল তিন বছর, আমি বানানের জন্য পুরস্কার জিতেছিলাম। আমি একজন দুর্ধর্ষ বানানকারী। যত শব্দ আছে আমি সব বানান করতে পারি।

কিছু বাচ্চা আমাকে পছন্দ করে না; আমি জানি এটা সত্যি। তারা বলে, আমি নাকি একটা চালবাজ | আমার তাতে কিছুই এসে যায় না। তারা ঈর্ষাকাতর কারণ তারা আমার মতো চালাক নয়।

গত সপ্তাহে একটি খারাপ ঘটনা ঘটেছে। আর-একটি বাচ্চাও অঙ্কে একশোর মধ্যে একশো পেয়েছে। এটা আগে কখনও ঘটেনি—আগে কেউ কোনোদিন আমার মতো ভালো ফল করেনি। জেরোম ড্যাডিয়ান নামক একটি বাচ্চা আমাকে হারিয়ে দিয়েছে। আমি নিশ্চিত ও জোচ্চুরি করেছিল। এর পেছনে ওই আইসক্রিমের কিছু একটা ভূমিকা আছে। আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি স্থির করলাম কী চলছে তা আমি খুঁজে বের করবই।


আরও দেখুন: English Textbook, Blossoms All Lessons Solution for Class 6

Lesson – 1. It All Began With Drip-DripLesson – 7. The Magic Fish Bone
Lesson – 2. The Adventurous ClownLesson – 8. Goodbye to the Moon
Lesson – 3. The RainbowLesson – 9. I Will Go With My Father A-Ploughing
Lesson – 4. The Shop That Never WasLesson – 10. Smart Ice Cream
Lesson – 5. Land of the PharaohsLesson – 11. The Blind Boy
Lesson – 6. How The Little Kite Learned to FlyLesson – 12. Rip Van Winkle

Word Nest

Top – The best place – উপরে
A lot of – large amount or number – অনেক কিছু
Spellings – the acts of forming words with letters- বানান করা
Terrific – excellent – দুর্ধর্ষ
Speller – one who spells correctly – বানানোকারী
Show-off – one who attracts attention to impress others – চালবাজ
Jealous – envious – ঈর্ষাকাতর
Cheated – copied – জোচ্চুরি করেছিল

Activity Questions Answers: Smart Ice Cream Class 6 Blossoms

Let’s Do

ACTIVITY 1

Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes:

(1) Last week something bad happened. – 5

(2) All the students are not as clever as me. – 4

(3) The narrator decided to find out what was going on.  – 6

(4) At the age of three, the narrator won a prize for spelling. – 2

(5) The narrator scored full marks in Maths.  – 1

(6) The narrator’s friends said that the narrator was a show-off.  – 3

ACTIVITY 2

Fill in the blanks with words given in the Help Box. (Some extra words are given.)

I was at the top of the class. I knew that I had a sharp brain. Other kids of the class are jealous of me. Last week Jerome beat me. I became sad.

Help Box: sharp, top, jealous, near, terrific, beat, show-off

ACTIVITY 3

Answer the following questions.

“It had something to do with that ice cream.” Why did the speaker think so

Ans:  The speaker was the best in every subject in the class. He felt no one was as clever as him but last week, like the speaker, Jerome also got a hundred out of a hundred in Maths. Hence, the speaker thought that the ice cream had some role in this.

UNIT II: Smart Ice Cream Class 6 Blossoms

Bengali Meaning

বঙ্গানুবাদ: [Consult Blossoms, English Textbook, Page No 99,100]

এই সবকিছুই শুরু হয়েছিল ওই আইসক্রিম বিক্রেতা মি. পেপির জন্য। তার একটি ঠেলাগাড়ি ছিল যেটি সে স্কুলের বাইরে দাঁড় করিয়ে রাখত। সে যেসব আইসক্রিম বিক্রি করত তার সবগুলিই ছিল আলাদা আলাদা ধরনের। তার কাছে সমস্ত স্বাদ ও গন্ধের আইসক্রিম ছিল। সে আমাকে খুব একটা পছন্দ করত না। সে একবার আমাকে বলেছিল, “তুমি ভাব তুমি খুব চালাকচতুর। একদিন তুমি অতিরিক্ত চালাকচতুর হয়ে যাবে।”

আমি শুধু হাসলাম এবং হেঁটে চলে গেলাম। আমি জানতাম ও কিছু করবে না। লোকটি ছিল খুবই নরম মনের যেসব বাচ্চার কাছে পয়সা থাকত না তাদের সে সবসময় বিনা পয়সায় আইসক্রিম দিত। গরিব মানুষদের জন্য সে দুঃখ পেত।

যাই হোক, এই আইসক্রিমের কিছু অদ্ভুত ব্যাপারও ছিল। স্কুলে একটি বাচ্চা ছিল যার নাক লম্বা। যখন সে নাক ঝাড়ত, তার শব্দ এক মাইল দূর থেকে শোনা যেত। পেপি তার জন্য দুঃখ পেয়েছিল। সে তাকে প্রত্যেকদিন সকালে বিনা পয়সায় একটি করে ছোটো সবুজ আইসক্রিম দিত। তোমরা বিশ্বাস করবে না তারপরে কী ঘটল। তার নাক ছোটো হতে আরম্ভ করল। প্রত্যেকদিন তার নাক ক্রমশ ছোটো হতে লাগল। অবশেষে নাকটি একেবারে স্বাভাবিক আকারের হয়ে গেল। যখন এটা স্বাভাবিক আকারের হল, পেপি তাকে সবুজ আইসক্রিম দেওয়া বন্ধ করে দিল | ব্ৰণ আছে এমন একটি ছেলেকে সে গাঢ় বেগুনি রঙের একটি আইসক্রিম দিল, আর তার ব্রণগুলি সেরে গেল!

আমি মনস্থির করলাম যে এই আইসক্রিম ব্যাবসা আমি বন্ধু করব। জেরোম ড্যাডিয়ান যেদিন অঙ্কে একশো পায় সেদিন সে একটি আইসক্রিম খাচ্ছিল। এটা নিশ্চয় ওই আইসক্রিমটা যা তাকে চালাকচতুর করছে। আমি কাউকে আমার মতো ভালো ফল করতে দেব না। আমিই ছিলাম স্কুলের সবচেয়ে চালাকচতুর বাচ্চা এবং আমি ওই ভাবেই থাকতে চেয়েছিলাম। কী ঘটছে তা জানার জন্য আমি ওই আইসক্রিম গাড়ির ভেতরটা একবার দেখে নিতে চাইলাম।

Word Nest

Parked – Placed on a particular space for a certain time – দাড় করাতো
Flavour – a specific type of taste and smell – স্বাদ ও গন্ধ
Smart – clever and intelligent – চালাকচতুর
Soft-hearted- kind – দয়ালু
Sick – suffering from illness – অসুস্থ
Strange – unknown – অদ্ভুত
Grew – develop – ক্রমশ হয়ে উঠছিল
Purple – having a colour of red and blue mixed together – বেগুনি রং
Pimples – small raised red spots on the skin -ব্রণগুলি

Activity Questions Answers: Smart Ice Cream Class 6 Blossoms

ACTIVITY 4

Write ‘T for true and ‘p for false in the given boxes. Give supporting statements for each of your answers.

(a)  Mr. Peppi sold ice creams of only one flavour. – False

Supporting statement: He had every flavour there is.

(b)  The ice cream man was very unkind. – False

Supporting statement: He was too soft-hearted.

(c)  The purple ice cream had no effect on the boy. – False

Supporting statement: He gave purple ice cream to a boy with pimples, and his pimples were cured! – False

(d)  The speaker believed that there was no other boy smarter than him in school. – True

Supporting statement: I was the smartest kid in school and that’s the way I wanted it to stay.

ACTIVITY 5

 Answer the following questions in complete sentences:

(1) What did Mr. Peppi sell?

Ans:  Mr. Peppi sold ice creams of different types and flavours

(2)  How did the speaker know that Mr. Peppi was a soft- hearted person?

Ans:  The speaker knew that Mr. Peppi was a soft-hearted person because he was always giving free ice creams to kids who had no money.

(3) What was special about the green ice cream

Ans: The green ice cream helped a long nose to become normal in size.

(4) Why did the speaker want to do better than everyone else in the class?

Ans: The speaker wanted to do better than everyone else in the class because he thought himself the smartest kid in the class.

UNIT III: Smart Ice Cream Class 6 Blossoms

Bengali Meaning 

বঙ্গানুবাদ: [Consult Blossoms, English Textbook, Page No 101,102

আমি জানতাম রাত্রে কোথায় পেপি তার ঠেলাগাড়ি রাখত। আমি রাত্রি এগারোটা বাজা পর্যন্ত অপেক্ষা করে রইলাম | তারপোরে। আমি চুপিসারে বাড়ি থেকে বেরোলাম এবং সোজা চললাম পেশির ঠেলাগাড়ির কাছে। যখন আমি গাড়ির কাছে গেলাম চারপাশে তখন কেউ ছিল না | আমি জোরে ধাক্কা মেরে দরজা খুললাম এবং টর্চের আলো জ্বালিয়ে ভেতরে চারিদিকে ঘোরালাম। এর আগে আইসক্রিমের এত পাত্র আমি কখনও দেখিনি | আপেল, কলা, চেরি, আম, ব্ল্যাকবেরি, তরমুজ—এইরকম অন্তত পঞ্চাশটি স্বাদের আইসক্রিম ছিল। ঠেলাগাড়ির একেবারে ভেতর দিকে চারটি পাত্র ছিল | আমি ঠিক যেমনটি ভেবেছিলাম তাই | এগুলি ছিল তার বিশেষ স্বাদের আইসক্রিম| প্রত্যেকটির ওপরে কিছু একটা লেখা ছিল| এইরকম কিছু লেখা ছিল:

খুশি আইসক্রিম লোককে উৎসাহ জোগানোর জন্য।

নাক আইসক্রিম লম্বা নাকের জন্য |

ব্রণ আইসক্রিম ব্রণ দূর করার জন্য।

চালাকচতুর আইসক্রিম চালাকচতুর হওয়ার জন্য।

এতক্ষণে আমি তার গোপন কথা জানলাম। ড্যাডিয়ান চালাকচতুর আইসক্রিম খাচ্ছিল; এভাবেই ও অঙ্কে একশো পেয়েছিল। এরপর আমি বিষয়টি এখানেই শেষ করে দিতে মনস্থ করলাম। আমি যে বালি নিয়ে গিয়েছিলাম তা গাড়ির প্রত্যেকটি পাত্রে খানিকটা করে দিয়ে দিলাম, কেবল চালাকচতুর আইসক্রিম ছাড়া। তারপর আমি চালাকচতুর আইসক্রিমের দিকে তাকালাম। আমি ঠিক করলাম কিছুটা নিজে খাব। যদিও আমার কোনো প্রয়োজন ছিল না— আমি এমনিতেই যথেষ্ট চালাকচতুর ছিলাম। যাই হোক, আমি শুরু করলাম। আমি পুরোটা খেয়ে ফেললাম। একবার শুরু করে আর থামতে পারলাম না। এটার দারুণ ভালো স্বাদ। এটি ছিল সুস্বাদু।

পরের দিন। আমার মধ্যে কিছু একটা হচ্ছে। আগের মতো নিজেকে অতটা চালাকচতুর মনে হচ্ছে না। একটা সত্যিকারের শক্ত অঙ্ক করার চেষ্টা করছি। এটা হল এক যোগ এক। এক আর এক মিলে কত হয়? তিন নাকি চার?

Word Nest

Waited –  delayed – অপেক্ষা করাতো

Crept-  came out secretly – চুপিসারে বের হলাম

Shone  –   sent out light –  জ্বালালাম

Tubs-   large containers –  বড় পাত্র গুলির

Bins –  Containers –  পাত্র

Special –   exceptional –  বিশেষ

Cheering up –   making Jolly –  উৎসাহ যোগানো

Removing –  take Something away –  দূর করা 

Activity Questions Answers: Smart Ice Cream Class 6 Blossoms

ACTIVITY 6

Fill in the chart with information from the text:

Type of ice creamSpecial quality
(a) Nose ice creammade the long nose normal.
(b) Smart ice creamhelped to become smart.
(c) Happy ice creamCheered people up
(d) Pimple ice creamcured pimples

ACTIVITY 7

Answer the following questions in complete sentences:

(1) What did the speaker find inside Mr. Peppi’s ice cream van?

Ans: The speaker found many tubs of ice cream of different flavours inside Peppi’s ice cream van.

(2) What secret about Dadian did the speaker come to know?

Ans: Dadian had been eating smart ice cream and that’s how he got a hundred out of a hundred for Maths.

(3) Rewrite the last paragraph in normal English with correct spellings.

Ans: If the last paragraph can be written in normal English it will be-It is the next day now. Something is happening to me. I don’t feel quite as smart. I have been trying to do a real hard sum. It is one and one. What does one and one make? Is it three or is it four?

(4) Why do you think there are peculiar spellings in the last paragraph? Give reasons for your answer

Ans: The speaker was already smart. Then he ate smart ice cream. That made him extra smart. He forgot the easy things he knew. So he started to spell some words in a peculiar manner.

Let’s Do

ACTIVITY 8a

Now underline in the following sentences the words which connect the sentences to the previous ones:

(1) I put some sand that I carried with me into every bin in the van, except for the smart ice cream. Next I looked at the smart ice cream.

(2) Dadian had been eating smart ice cream; that’s how he got one hundred for Maths. Thereafter, I decided to finish off the matter.

Thus, we see that the above words join/connect the sentences to the previous ones. They are known as Linkers (সংযোগকারী শব্দ).

ACTIVITY 8b

Using the linkers from the Help Box,

At first, a piece of open ground is to be selected. Then, the soil is to be tilled. Next a seed is to be planted. Thereafter, the sapling is to be watered daily. Finally, green leaves appear.

Help Box: finally, next, at first, then, thereafter

ACTIVITY 8c

In each of the following sentences supply a verb in agreement with the subject:

(1) Neither Raja nor Rani was invited to the party

(2) Two thirds of the building has been completed

(3) The dancer and the musician are great friends.

(4) Mother along with her daughters is attending the programme.

ACTIVITY 9

Make meaningful sentences of your own with the following words

Crept : The children crept through a hole in the wall.

Secret: Don’t disclose the secret.

Special : The gift is special to me.

Decided : I can’t decide what to do next.

Let’s Do

ACTIVITY(10)a

Using the following hints write a story in about sixty words

Help Box: a hare boasts how he can run fest-teases tortoise for his slow speed both run a race-hare sees tortoise far behind- falls asleep midway-wakes up to see tortoise much ahead hare’s last leap too late tortoise beats him.

Ans:

A Hare and a Tortoise

Once there lived a hare and a tortoise in a forest. The hare was boastful about his speed. So, he teased the tortoise for his slow pace whenever they met. One day they both took part in a race. After covering some distance, the hare found the tortoise far behind. He decided to take some rest and fell asleep. Waking up, he found that the tortoise was about to reach the finishing point. Hare could not make up the distance and the tortoise won.

ACTIVITY 10b

You have all seen an ice cream peddler pushing his cart either in front of your house or school. Write a paragraph in about sixty words on what you think he does after he has finished selling all his ice creams

Ans:

One day I found an ice cream peddler going down the road. I could see him from my house. Probably he had already sold all his ice creams. I started to wonder what he would do at home. Probably, he would wash his van and place it somewhere. In the evening, he would prepare ice creams for the next day’s sale. Would he eat some ice cream himself? I thought how lucky he was, having so much ice cream of his own!