J.C.Bose: A Beautiful Mind Class 7 Solution Lesson 9 has been discussed below given in Blosoms: English Textbook for class VII under WBBSE.
A biography is the life story of someone, usually eminent. The person may be alive or dead. Biographies are always written by somebody other than the person himself. We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them.
জীবনী বলতে কোনো ব্যক্তির, সাধারণত বিখ্যাত মানুষের জীবনকাহিনি। সেই ব্যক্তি জীবিত অথবা মৃত হতে পারেন। জীবনী সর্বদা যাঁর সম্পর্কে জীবনী লেখা হচ্ছে, তিনি ছাড়া অন্য একজন লিখতে পারেন। আমরা বিখ্যাত মানুষদের জীবনী পড়ি যাতে তাঁদের সম্পর্কে আমরা জানতে পারি এবং তাঁদের মতো হওয়ার চেষ্টা করতে পারি ।
An autobiography is an account of a person’s life written or otherwise recorded by that person.
একটি আত্মজীবনী হল একজন ব্যক্তির নিজের জীবনের একটি বিবরণ যা সেই ব্যক্তির দ্বারা লিখিত বা অন্যথায় রেকর্ড করা হয়।
J.C.Bose: A Beautiful Mind Class 7 Solution Lesson 9 Unit 1
J.C.Bose: A Beautiful Mind Class 7 Solution Lesson 9 Unit 1 is added here with bengali meaning, word notes, and activity answers.
Bengali Meaning
Page 87
ঐতিহাসিকভাবে, ১৮৯৫ খ্রিস্টাব্দে ভারত ছিল ব্রিটিশ সরকারের শাসনাধীন। সেই বছর কলকাতার টাউন হলে আর একটি পৃথক ইতিহাস তৈরি হয়েছিল। প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু একটি চিত্তাকর ডেমনস্ট্রেশন-এর (ব্যাখ্যামূলক প্রদর্শনীর) সম্পাদনা করেছিলেন। প্রত্যেকেই অভিভূত হয়েছিল যখন তড়িৎ-চুম্বকীয় তরঙ্গগুলি বক্তৃত্বে থেকে প্রায় ৭৫ মিটার দূরে একটি তৃতীয় কক্ষে প্রবাহিত হয়েছিল। এই তরঙ্গগুলি তিনটি নিরেট দেয়াল ভেদ করে গিয়েছিল। সেটি ছিল একটি উল্লেখযোগ্য এবং পথপ্রদর্শনকারী ঘটনা যা সারা পৃথিবী জুড়ে ভবিষ্যৎ গবেষণার পথ খুলে দিয়েছিল।
১৮৫৮ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর বিক্রমপুরে (বর্তমানে বাংলাদেশের মুনশিগঞ্জ জেলায়) জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মুখী প্রতিভার অধিকারী: একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদবিজ্ঞানী, এমনকি বিজ্ঞান-নির্ভর কল্পবিজ্ঞানের লেখক। তাঁর বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। তিনি ফরিদপুর, বর্ধমান এবং আরও অনেক জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রে হিসেবে কাজ করেছিলেন। জগদীপচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে, কারণ তাঁর বাবা বিশ্বাস করতেন যে পাশাপাশি কোনো ভাষা শেখার আগে তার মাতৃভাষা শিখতে হবে। তা ছাড়া তার নিজের লোকেদেরও জানতে হবে। ১৯১৫ খ্রিস্টাব্দে বিক্রমপুর সম্মেলনে জগদীশচন্দ্র বসু বলেছিলেন;
Page 88
“এই সময় ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পাঠানো ছিল আভিজাত্যের প্রতীক। যে বাংলা মাধ্যম বিদ্যালয়ে আমাকে পাঠানো হয়েছিল সেখানে আমার বাবার মুসলমান পরিচারকের ছেলে বসত আমার ডানপাশে, আর বাঁ পাশে বসত একটি জেলের ছেলে। তারা ছিল আমার খেলার সাথী। আমি তাদের কাছে পশুপাখি আর জলচর প্রাণীর গল্প মুগ্ধ হয়ে শুনতাম। সম্ভবত এই গল্পগুলি আমার মনে প্রকৃতির কাজ অনুসন্ধানের তীব্র আগ্রহ সৃষ্টি করেছিল। যখন আমি স্কুলের সহপাঠীদের সঙ্গে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম, আমার যা সবাইকে স্বাগত জানাতেন আর কোনোরকম ভেদাভেদ ছাড়াই সবাইকে খাওয়াতেন। ওদের সঙ্গে আমার বাল্যকালের বন্ধুত্বের জন্য আমি কখনও ভাবতে পারতাম না যে কিছু মানুষ আছে যাদের ‘নীচু জাত’ ছাপ দেওয়া যায়। আমি কখনও বুঝতে পারতাম না যে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে একটি সাধারণ সমস্যা আছে।
Page 88
১৮৬৯ খ্রিস্টাব্দে বসু হেয়ার স্কুলে ভরতি হলেন আর ছ-বছর পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে ভরতি হলেন। তিনি এনট্রান্স পরীক্ষা পাশ করে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভরতি হলেন। এখানেই তিনি জেসুইট ফাদার ইউজিন ল্যাফস্ট-এর সংস্পর্শে এলেন যিনি তাঁর প্রকৃতিবিজ্ঞানে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরে বসু ইংল্যান্ডে যান এবং প্রকৃতিবিজ্ঞান পড়বার জন্য কেম্ব্রিজের ক্রাইস্ট কলেজে ভরতি হলেন। ১৮৮৪-তে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ন্যাচারাল সায়েন্স ট্রাইপস’ পেলেন এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বি. এসসি. ডিগ্রি লাভ করলেন।
পরের বছর বসু প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অফিসিয়েটিং প্রফেসার হিসেবে যোগদান করলেন। কিন্তু তিনি গবেষণার সুযোগসুবিধাগুলি পাননি। তাঁকে তাঁর ইউরোপীয় সহকর্মীদের চেয়ে কম বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বসুর ছিল উল্লেখযোগ্য আত্মসম্মানবোধ ও জাতীয়তার অহংকার। তাই তিনি প্রতিবারের চিহ্ন হিসেবে তিন বছর কোনো বেতন না-নিয়ে তাঁ শিক্ষকতার কাজ চালিয়ে গেছিলেন। অবশেষে সাধারণ শিক্ষা আধিকারিক (ডি.পি.আই) ও অধ্যক্ষ তাঁকে স্থায়ী শিক্ষকতার পদ দিয়েছিলেন।
Word Notes
Historically – according to history ঐতিহাসিকভাবে
Demonstration – practical exhibition ব্যবহারিক প্রদর্শন
Performed – executed উপস্থাপিত হয়েছিল
Assistant – helper সহযোগী
Professor – teacher of a college অধ্যাপক
Overawed – too much surprised অত্যন্ত বিস্মিত
Lecture hall – a hall for giving lecture বক্তব্য রাখার হলঘর
Remarkable – exceptional উল্লেখযোগ্য
Path breaking – innovative আলোড়ন সৃষ্টিকারী
Incident – event ঘটনা
Paved the way – made possible সম্ভব করেছিল
Research – systematic investigation গবেষণা
Divers – of various kinds বহুমুখী
Physicist – 1 skilled in physics পদার্থবিদ
Biologist – skilled in biology জীববিদ
Botanist – skilled in botany উদ্ভিদবিদ
Science fiction – story books based on scientific imaginary discoveries কল্পবিজ্ঞানের গল্প
Brahmo samaj – the society that worships bramha ব্রাহ্মসমাজ
Deputy – assistant সহকারি
Magistrate – local official having the power power of judging ম্যাজিস্ট্রেট
Mother tongue – first language মাতৃভাষা
Vernacular – native স্বদেশীও
Conference – meeting অধিবেশন
Aristocratic – noble অভিজাত
Status – class সামাজিক মর্যাদা
Symbol – emblem প্রতীক
Attendant – servant পরিচারক
Playmates – companions খেলার সঙ্গী
Spellbound – charmed মন্ত্রমুগ্ধ
Aquatic – living in water জলজ প্রাণী
Creatures – living being প্রাণী
Perhaps – maybe সম্ভবত
Keen – intense গভীর
Investigating – examining তদন্ত করা
Accompanied – escorted সঙ্গে যাওয়া
Fellows – companions সঙ্গীরা
Fed – made one eat খাওয়াতেন
Discrimination – distinction ভেদাভেদ
Childhood – the state of being a child শৈশব
Labelled – fixed a level আখ্যা দেওয়া হতো
Realised – recognised উপলব্ধি করেছিল
Existed – presented বিদ্যমান ছিল
Communities – societies সম্প্রদায়
Admitted -allowed to enter ভর্তি করানো হয়েছিল
Entrance examination- examination for getting admitted to school or institute প্রবেশিকা পরীক্ষা
Came in contact- come in touch সংস্পর্শে এসেছিল
Developing – flourishing বিকাশ
Secured – achieved লাভ করলেন
Tripos -honours degree একপ্রকার স্নাতক ডিগ্রী
Provided- supplied যোগানো হয়েছিল
Following -succeeding পরবর্তী
Facilities -opportunities সুযোগ-সুবিধা
Colleagues -associates সহ কর্মচারীবৃন্দ
Sense -understanding বোধশক্তি
Self respect -self esteem আত্মসম্মান
National -ethnic জাতীয়
Protest -objection প্রতিবাদ
Assignment -task নির্দিষ্ট কাজ
Accepting- receiving গ্রহণ করে
Director -chief পরিচালক
Permanent -fixed স্থায়ী
J.C.Bose: A Beautiful Mind Class 7 Activity Solution
J.C.Bose: A Beautiful Mind Class 7 Activity Solution has been provided with all activity answers.
Activity 1
Choose the correct answer from the given options.
(a) Jagadish Chandra Bose studied in
(i) Hindu School
(ii) Hare School
(iii) Ballygunge Government School
Ans: (ii) Hare School
(b) Bose met Father Lafont at
(i) Cambridge
(ii) London
(iii) St. Xavier’s College
Ans (iii) St. Xavier’s College
(c) Bose graduated in B. Sc. from
(i) University of Cambridge
(ii) University of Oxford
(iii) University of London
Ans (iii) University of London
Activity 2
Fill in the chart with information from the text.
Year | Event |
1858 | J.C. Bose was born |
1869 | Bose joined Hare School |
1875 | Joined St. Xavier’s School in Calcutta |
1884 | He received Natural Science Tripos and a B. Sc. degree from the University of London |
1885 | Joined Presidency College as officiating Professor of Physics |
1895 | Demonstration at Town Hall |
Activity 3
Complete the following statements with information from the text.
(a) Bose’s father used to work as a Deputy Magistrate in Faridpur, Burdwan and in other places.
(b) His father, Bhagwan Chandra Bose was the leader of the Brahmo Samaj.
(c) In his school days Bose’s playmates were the son of the Muslim attendant of his father and th son of a fisherman.
(d) Bose went to England to study natural science.
Activity 4
Answer the following questions.
(a) Why did Jagadish Chandra Bose receive his early education in a Vernacular school?
Ans: Jagadish Chandra Bose received his early education in a Vernacular school because his father believed that one must know one’s mother tongue before learning any other language. He also believed that one should know one’s own people.
(b) What did Bose’s mother do when he brought his friends home from school?
Ans: Bose’s mother welcomed them and fed all of them without discrimination when Jagadish Chandra Bose brought his friends home from school.
(c) Who was Lafont? How did he influence Bose?
Ans: Eugene Lafont was a Jesuit Father who taught in St. Xavier’s College in Calcutta. He played a significant role in developing Bose’s interest in natural science.
(d) Why did Bose refuse to accept his salary?
Ans: J. C. Bose refused to accept his salary because he was not provided facilities of research in Physics in Presidency College. He was also offered lower salary than his European colleagues. He had a
sense of self-respect and national pride. As a sign of protest, he continued his teaching assignments without accepting his salary.
Activity 5
Match the single words with their expanded forms.
Single word forms | Expanded forms |
astronomy | study of stars and planets |
library | a place where books are kept |
garage | a place to keep cars |
psychology | study of the human mind |
orchard | a garden of many fruit trees |
cashier | a person who handles cash |
J.C.Bose: A Beautiful Mind Class 7 Solution Lesson 9 Unit 2
J.C.Bose: A Beautiful Mind Class 7 Solution Lesson 9 Unit 2 is added here with bengali meaning, word notes, and activity answers.
Bengali Meaning
Page 91
বসু কয়েকটি স্পর্শকাতর যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন। তাদের মধ্যে একটি হল ক্রেসকোগ্রাফ যা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে ব্যবহৃত হয়। তাঁর পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে বসু দেখালেন যে উদ্ভিদ মানুষের মতোই আচরণ করে, যদিও প্রতিক্রিয়া দিতে প্রাণীর চেয়ে বেশি সময় নেয়। তিনি প্রমাণ করলেন যে উদ্ভিদ মানুষের মতোই ঠান্ডা, গরম, আলো, শব্দ এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপকের পক্ষে স্পর্শকাতর। একটি জীবিত উদ্ভিদে বিষ ইনজেকশন দিয়ে বসু দেখালেন যে তারা মানুষের মতোই একই প্রতিক্রিয়া করে।
উনিশ শতকের শেষদিকে জগদীশচন্দ্র বসু তড়িৎ-চুম্বকের তরঙ্গের ওপর বৈজ্ঞানিক গবেষণার সূত্রপাত ঘটালেন। ইতালীয় বৈজ্ঞানিক মার্কনি বেতারবার্তা আবিষ্কারের পেটেস্ট পেলেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কলকাতায় একই ধরনের ঘটনার ওপর বসুর ব্যাখ্যামূলক প্রদর্শনী হয়েছিল অনেক আগে। তাঁর আবিষ্কারের বাণিজ্যিক লাভ পাওয়ার পরিবর্তে তিনি তাঁর আবিষ্কারকে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন যাতে অন্যরাও এই গবেষণায় এগিয়ে যেতে পারে। যাইহোক, ইতিহাসে বসু-র অবস্থান বর্তমানে পুনর্মূল্যায়িত হয়েছে।
Page 91
ঘটনাক্রমে এই মহান ভারতীয় বৈজ্ঞানিক গৌরবমুকুট পরলেন যখন ১৯১৭-তে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড উপাধি দিল। তিনি ‘ফেলো অভ্ দ্যা রয়্যাল সোসাইটি’, ‘কম্প্যানিয়ান অভ্ দি অর্ডার অভ্ দি ইন্ডিয়ান এম্পায়ার’ প্রভৃতি আরও অনেক পুরষ্কারে ভূষিত হলেন। বলা নিষ্প্রয়োজন যে, তিনি আমাদের দেশে জন্মগ্রহণ করা মহান বৈজ্ঞানিকদের মধ্যে অন্যতম।
Page 92
স্যার জগদীশচন্দ্র বসু অনেক বই লিখেছিলেন এবং প্রধান প্রধান বৈজ্ঞানিক সাময়িকপত্রে অনেক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তাঁ বিখ্যাত বইগুলি হল ‘রেসপন্স ইন দ্যা লিভিং অ্যান্ড দ্যা নন-লিভিং’ (১৯০২), ‘দ্যা নারভাস মেকানিজম অভ্ প্ল্যান্টস (১৯২৬), ‘মেজর মেকানিজম অভ্ প্ল্যান্টস’ (১৯২৮) ইত্যাদি। ১৮৯৬ খ্রিস্টাব্দে বসু ‘নিরুদ্দেশের খোঁজে’ নামে একটি কল্পবিজ্ঞান-কাহিনি লিখেছিলেন। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন বাংলায় প্রথম বিজ্ঞান-নির্ভর কল্পবিজ্ঞান কাহিনির লেখক।
১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে বসু কলকাতায় তাঁর নিজের বাসভবনে ‘বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তিনি বিজ্ঞানের ওপর গবেষণার জন্য ‘বোস ইনস্টিটিউট’-কে জাতির উদ্দেশ্যে দান করেন। এই মহান ভারতীয় বৈজ্ঞানিক ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৩ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Word Notes
Invented – originated উদ্ভাবন করা হয়েছিল
Several- various বিভিন্ন
Sensitive – touchy অনুভূতিপ্রবণ
Instruments – tools যন্ত্রপাতি
crescograph – akind of instrument that measure the growth rate of a tree গাছের বৃদ্ধি মাপার যন্ত্র
Measure – calculate পরিমাপ করা
Rate – ratio অনুপাত
experiments – tests পরীক্ষা-নিরীক্ষা
behave – conduct আচরণ
Manor – method পদ্ধতি
Respond – react সাড়া দেওয়া
proved – establish the truth প্রমাণ করেছিলেন
stimuli – things that Rouse activity or energy উদ্দীপক
Poison – toxin বিষাক্ত
scientific – involving science বৈজ্ঞানিক
research – experimentation গবেষণা
any seated – introduced সূত্রপাত হয়েছিল
century – 100 successive years শতাব্দি
patent – Copyright কৃতি সত্ত
wireless – not using wares to send and receive electronic signals বেতার সম্প্রচার সম্বন্ধীয়
telegraphy – process of sending messages through Telegraphটেলিগ্রাফ যন্ত্র দ্বারা বার্তা প্রেরণের বিদ্যা
commercial – Kiran serial বাণিজ্যিক
benefit – profit লাভ
advance – proceed forward অগ্রসর হওয়া
re evaluated – re assessed পুনর্মূল্যায়ন করা হয়েছে
eventually – finally অবশেষে
crowned – adorned ভূষিত হন
Glory – honour যশ
Kinghood – title conferred by the British নাইটহুড উপাধি
Awarded – conferred পুরস্কৃত হন
needless – on necessary অপ্রয়োজনীয়
Published – released প্রকাশিত করেন
Journals -magazines পত্রিকা
founded- established প্রতিষ্ঠা করেছিলেন
donated- gifted দান করেন
breath- last died মারা যান
J.C.Bose: A Beautiful Mind Class 7 Activity Solution Lesson 9 Unit 2
J.C.Bose: A Beautiful Mind Class 7 Activity Solution has been provided with all activity answers.
Activity 6
Identify which of the following statements are True and which are False. Give a supporting statement for your answer.
(a) Crescograph was invented by Marconi. – False
Supporting statement: “Bose had invented several sensitive instruments. One of them is the Crescograph which is used to measure the growth rate of plants.”
(b) Marcent get the patency right for wireless telegraphy: – True
Supporting statement: “It was the Italian scientist Marcont who got the patent for the invention of wireless telegraphy”
(c) Bose was awarded Knighthood in 1919. – False
Supporting statement: “He was awarded Knighthood by the British government in 1917”
(d) No other Bengali writer had written science fiction before J.G. Bose. – True
Supporting statement: “He was the first writer of science fictions in Bangla”
Activity 7
Complete the following statements.
(a) Crescograph is used to measure the growth rate of plants.
(b) Bose proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli, just lik human beings.
(c) In 1917 Bose founded the ‘Bose Institute’ at his own house in Calcutta.
(d) Bose Institute was founded in November 1917.
Activity 8
Answer the following questions.
(a) ‘Bose had invented several sensitive instruments.’ Name a ‘sensitive instrument’ invented by
J. C. Bose, What is its use?
Ans: J. C. Bose invented ‘Crescograph’, a ‘sensitive instrument. The instrument is used to measure the growth rate of plants.
(b) What did Bose prove by his experiments on plants?
Ans: J. C. Bose proved through his experiments on plants that they behave in the same manner as human
beings.
(c) Do you think Bose was uninterested about securing patency right? Why?
Ans: I think J. C. Bose was uninterested about securing patency right, because he made his inventions public in order to allow others to advance further along the lines of his research.
(d) What were the various awards and honours conferred on Bose?
Ans: J. C. Bose was conferred ‘Knighthood’ by the British government in 1917, ‘Fellow of the Royal Society’, ‘Companion of the Order of the Indian Empire’.
(e) Name some of his books and publications.
Ans: Some of the books and publications of J. C. Bose are ‘Response in the Living and the Non-living (1902), “The Nervous Mechanism of Plants’ (1926), ‘Major Mechanism of Plants’ (1928), ‘Niruddesher Khoje’ (1896).
Activity 9
Read the following passage and underline the adverbs.
Shanti is a young girl. She lives in a remote village with her family. Her school is five miles away from there. But Shanti attends her school daily, She stood third in her class in the previous examination. She believes that she can do better. She is now concentrating on her studies more seriously, Shanti never behaves rudely with her classmates. So they like her. She follows her teachers attentively in class. Therefore the teachers really like her. They often enquire whether she is facing any problems. Why do many teachers think that Shanti is the best girl in the class? It is because Shanti has faced the challenges of life bravely.
Activity 10
Now put the underlined adverbs from the above passage in the chart according to their functions.
Adverb | Function |
there, away | indicates the place where the action happens |
daily, never, often, now | indicates how often something happens |
Therefore, better | indicates why and how the action is performed |
rudely, seriously, bravely, really, attentively | indicates how or in what manner the action is performed |
used to ask a question |
Activity 11
Transform the degree of adjectives of the following sentences as directed.
(a) Plants are as sensitive as animals. (change into comparative degree)
Ans: Animals are not more sensitive than plants.
(b) Simla is cooler than Kolkata. (change into positive degree)
Ans: Kolkata is not as cool as Simla.
(c) Umesh Yadav is the fastest bowler in the Indian Cricket team. (change into comparative degree)
Ans: Umesh Yadav is faster than any other bowler in the Indian Cricket team.
(d) Ishant Sharma is taller than any other Indian cricketer. (change into superlative degree)
Ans: Ishant Sharma is the tallest among all the Indian cricketers.
(e) Mt. Everest is the highest mountain in the world. (change into positive degree)
Ans: No other mountain in the world is as high as Mt. Everest.
Activity 12
In this lesson, you have read the biography of a great Indian scientist. Now write a biography (in about seventy words) of Prafulla Chandra Roy, who was another great Indian scientist. You can use the following hints.
Ans:
birth: 1861, Khulna, now in Bangladesh-education : village pathsala, Hare School, Albert School, passed trance examination (1879), F.A. from Metropolitan College (1882)-won Gilchrist scholarship(1882) went to London-B.Sc. from Edinburgh University (1882-84), D.Sc., Edinburgh University-Professor of Presidency College (1889)-first to prepare Mercurous Nitrite in laboratory (1896)-established Bengal Chemicals (1901)-joined Science College as Palit Professor-death: 1944
Prafulla Chandra Roy
2 August, 1861 was landmark in the history of science in India as on this day Prafulla Chandra Roy, one of the most famous scientists, was born at Khulna, now in Bangladesh. He started his education from a village pathsala. Later he studied in Hare School and Albert school. He passed the Entrance examination in 1879 and F. A. from Metropoliton College in 1882. He got Gilchrist scholarship in 1882. After that, he went to London. He got his B. Sc. and D. Sc. degrees from the Edinburgh University in 1882-84. Prafulla Roy was selected a professor of Presidency College in 1889. He was the first scientist who prepared Mercurous Nitrite in laboratory in 1896. He established Bengal Chemicals in 1901. The great scientist joined Science College as Palit Professor. This famous chemist passed away in 1944.
Activity 13
You have come to know that the local postman has delivered your letter to request to return the letter to you. your neighbour’s house by mistake. Write a letter to the post office with a request to return the letter to you.
To
The Postman
Amherst Street Postoffice,
Kolkata-700073
12, Surya Sen Street,
Kolkata-700073
August 6, 2019
Subject: Request to return an important letter
Sir,
I would like to inform you with regret that a postman dropped an important letter of mine to my next house by mistake yesterday. The letter was from Sarada Math for admission of learning Basic Computer Course.
I will be grateful to you if you kindly do some arrangements to return my letter to my aforesaid address as early as possible.
Thanking you,
Yours faithfully.
Ronita Majumder