The Beauty and The Beast Class 7 Solution Lesson 4

The Beauty and The Beast Class 7 Solution Lesson 4 has been given in the English Textbook of Class 7, Blossom, WBBSE.

About the Text

The Beauty and the Beast is a traditional French Fairy Tale. Its author has not been mentioned anywhere. But the story has been modified and retold by several famous writers of different ages. Today we also get different Animation films regarding this story.

The Beauty and The Beast Class 7 Unit 1 Solution

The Beauty and The Beast Class 7 Unit 1 Solution has been provided with bengali meanings, word notes, and activity answers.

Bengali Meaning

Page 32

একদা এক সময় এক ধনী ব্যবসায়ী একটি বড় অট্টালিকায় তার তিন মেয়েকে সঙ্গে নিয়ে বসবাস করত। প্রত্যেক মেয়েরাই খুব সুন্দর সুন্দরী ছিল। কনিষ্ঠতম মেয়ে ছিল বেল্লে। সে তার সৌন্দর্য এবং বিবেক সম্পন্ন হওয়ার জন্য যথেষ্ট পরিচিত ছিল। অন্যদিকে তার দিদিরা ছিল যথেষ্ট স্বার্থপর এবং দুষ্টু প্রকৃতির।

Page 32

কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হয়ে গেল। ব্যবসা এটি এক বিশাল সামুদ্রিক ঝড়ে সমুদ্রের মধ্যে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলল। সেজন্য সে এবং তার মেয়েরা একটি ছোট্ট খামারবাড়িতে গ্রামের মধ্যে বসবাস করতে শুরু করল। তাদেরকে কঠোর পরিশ্রম করতে হতো জীবনধারণের জন্য। কয়েক বছর পরে সেই ব্যবসায়ীর শুনলো যে তার ব্যবসায়ী জাহাজের একটি বন্দরে ফিরে এসেছে। কোনরকম ভাবে ওই জাহাজটি সেই প্রচন্ড সামুদ্রিক ঝড় থেকে বেরিয়ে আসতে পেরেছিল। সেজন্য ব্যবসায়ী ঠিক করল যে সে শহরে যাবে এটা দেখবার জন্য যে তার ওই জাহাজের কোন মূল্যবান কোন জিনিস আছে কিনা।

Page 33

শহরে যাওয়ার আগে সে তার মেয়েদের জিজ্ঞাসা করল, “তোমরা কি চাও আমি যখন ফিরব তোমাদের জন্য কোন উপহার নিয়ে আসব?” তা দুই বড় মেয়ে মণিমাণিক্য এবং সুন্দর জামা কাপড়ের কথা বলল কিন্তু বেল্লে বলল,” বাবা আমাকে কথা দাও তুমি আমার জন্য এমন একটা দুর্লভ গোলাপ ফুল নিয়ে আসবে যে দুর্লভ গোলাপ ফুলটি দেশের এই প্রান্তে জন্মায় না” তাদের অন্যদের প্রতি রাজি হয়ে ব্যবসায়ী টি শহরের উদ্দেশ্যে রওনা দিল। যখন সে শহরে পৌছালো সে দেখল প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে জেতার জাহাজের যে মালপত্র গুলো ছিল সেগুলো কে বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণ পরিশোধ করার জন্য।

Page 33

যখন বাড়ি ফিরছিল বণিক টি একটি বনের মধ্যে তার পথ হারিয়ে ফেলল। আসর খোঁজে এসে একটি আলোচনা করা রাজপ্রাসাদের কাছাকাছি এলো এবং সেখানে প্রবেশ করল। ভিতরে সে দেখল টেবিলের উপরে খাদ্য এবং পানীয় পরিপূর্ণ রয়েছে তার দেখে মনে হল যেন এই রাজপ্রাসাদের কোন অদৃশ্য মালিক এগুলোকে আপাতত ভাবে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে । বণিক টিসি উপহার গুলি গ্রহণ করল তার প্রাণ ভরে খেলো এবং রাত্রিটি ওই প্রাসাদেই কাটাল।

Page 33

পরের দিন সকালবেলা যখন বোন একটি চলে যাবে ঠিক করছে ঠিক সেই সময় একটি গোলাপ ফুলের বাগান দেখতে পেল এবং হঠাৎ করে তার ছোট মেয়ে কথা বেল্লের ইচ্ছের কথা মনে পড়ে গেল। সবথেকে সুন্দরতম গোলাপ ফুলটি তোলার সঙ্গে সঙ্গেই সৈনিকটি হঠাৎ করে একটি ভয়ানক কুৎসিত আকৃতির পশুর মুখোমুখি হলো। সেই পশুটি ব্যবসায়টিকে বলল,

Page 33

“গতরাত্রে তুমি তুমি ক্ষুধার্ত এবং আশ্রয়দান ছিলে। আমি তোমাকে খাদ্য পানীয় এবং স্বচ্ছন্দ দিয়েছি। এখন তুমি আমার সব থেকে মূল্যবান সম্পত্তি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছো আমার আতিথেয়তা গ্রহণ করবার পরে। তোমাকে অবশ্যই তোমার এই আচরণের জন্য মরতে হবে!” বণিক টি তাকে মুক্ত করে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে লাগলো। বন একটি যুক্তি দিয়ে বলল যে সেই গোলাপ ফুলটি তুলেছে তার ছোট মেয়েকে, বেলে কে উপহার দেবে বলে। অবশেষে পশুটি রাজি হল ,” সে বলল ঠিক আছে তুমি তোমার ছোট মেয়ে বেল্লের জন্য এই গোলাপ ফুলটি নিয়ে যেতে পারো কিন্তু হয় তোমাকে অথবা তোমার ছোট মেয়েকে আমার সঙ্গে এসে আমার রাজপ্রাসাদে থাকতে হবে।“

Page 33

এই শব্দটি শুনে এবং একটি মনমরা হয়ে গেল কিন্তু তবুও এই সত্যটি গ্রহণ করল। পশুটি তাকে রাস্তা দেখিয়ে দিলো এবং তার সঙ্গে আরো অনেক মণিমাণিক্য এবং সুন্দর সুন্দর জামা কাপড় মেয়েদের জন্য দিল এবং জোর দিয়ে বলে দিল জেলে যেন তার এই রাজপ্রাসাদের নিজের ইচ্ছে আসে। বন একটি বাড়ীতে পৌঁছার পর এই এই গোপন কথাটি বেলালের কাছ থেকে গোপন রাখবার চেষ্টা করল কিন্তু বেল্লে কোন রকম ভাবে এই গোপন কথাটি জানতে পারল এবং নিজের ইচ্ছে অনুসারে সেই প্রশ্নটি রাজপ্রাসাদে গেল। প্রসূতি তাকে জাঁকজমকপূর্ণ সহকারে রাজপ্রাসাদের গ্রহণ করল এবং তাকে বলল,” তুমি এই রাজপ্রাসাদের গৃহকর্ত্রী এবং আমি তোমার চাকর।“

Word notes:

Wealthy – having a lot of money – ধনী

merchant – person who sells goods -ব্যবসায়ী

Manson – very large house – অট্টালিকা

loveliness – attractiveness -সৌন্দর্য

Bing pure at heart -very conscientious -বিবেক সম্পন্ন/মনের দিক থেকে উন্নত

Wicked- corrupt – অপরাধমূলক দুষ্টু প্রকৃতির

Selfish -egocentric -স্বার্থপর

Fortune – fate -ভাগ্য

Changed- altered -পরিবর্তিত হলো

Tempest- violent sea wind -প্রচন্ড সামুদ্রিক ঝড়

Farmhouse – large estate -খামারবাড়ি

Trade ship – business ship-ব্যবসায়িক জাহাজ

Escaped- out-মুক্ত হতে পেরেছিল

Decided- determined -স্থির করলো

Discover- find -খুঁজে পেল

Contained- included -অন্তর্ভুক্ত ছিল

Anything of value – priceless -মূল্যবান

Jewels – ornaments -অলংকার

Agreed -admitted -রাজি হল

Dismay -disappointed feeling -হতাশাগ্রস্ত হল

Cargo – something to be delivered -জাহাজের ভিতরের মালপত্তর যেগুলো ফেরত দিয়ে দেওয়া হয়

Debts – money owed to others -ঋণ

Returning – coming again ফিরে আসছিল

Seeking – looking for খোঁজ করছিল

Dazzling – radiant – আলোয় ঝলমল

Laden with- loaded down -পরিপুর্ণ ছিল

Apparently- seemingly -আপাতত ভাবে

Unseen owner – the possessor whom we cannot seen অদৃশ্য মালিক

Face to face – closely মুখোমুখি

Hideous beasts – ugly animal কুৎসিত চেহারার এক পশু

Hungry – full of hunger ক্ষুধার্ত

Shelterless – one who has no shelter আশ্রয়হীন

Comfort – good feeling -স্বাচ্ছন্দ্য

Precious – valuable মূল্যবান

Possession -ownership -সম্পত্তি

Accepting – admitting -গ্রহণ করা

Hospitality – neighborliness আতিথেয়তা

Conduct – behavior আচার-আচরণ

Begged – implored অনুরোধ করল বা কাকুতি-মিনতি করল

Set free – to be free ছেড়ে দেওয়ার জন্য

Picked – plucked তুলে নিল

Agreed – same opinion রাজি হল

Or else – either অন্যথায়

Stressed – emphasis জোর দিয়ে বলল

Own accord – own will নিজের ইচ্ছা অনুসারে

Pried – peeked জোর করে কোন জিনিস জেনে নেওয়া

Willingly – personal choice ব্যক্তিগত ইচ্ছা অনুসারে

Received -taken গ্রহণ করল

Graciously – with compassion আন্তরিকতা সহানুভূতিও আতিথিয়তার সঙ্গে

Mistress – the female owner of the house গৃহকর্তী

Servant – assistant চাকর

The Beauty and The Beast Class 7 Activity Solution Unit 1

Activity 1

Choose the correct option.

What is the text type?

Ans: Is it an imaginary story?

Activity 2

Underlined the correct answer.

(a) Belle is the name of the – i) youngest daughter.

(b) Belle asked her father to bring – iii) a rose.

(c) The owner of the Castle was a — ii) beast

Activity 3

Identify which of the following statements are TRUE and which are FALSE. Give a supporting statement for each of your answers.

(a)The merchant had three daughters. – T

Supporting Statement: Once Upon a time a wealthy merchant lived in a big mansion with his three daughters.

(b) The merchant lost his way on his return journey. – T

Supporting Statement: while returning he lost his way in a forest.

(c) Belle did not go to the Castle of her own will. – F

Supporting Statement: “ …. But she pried it from him and willingly went to the Beast’s castle”.

(d) Belle became the mistress of the Castle. – T

Supporting Statement: “you are the mistress of the Castle and I am your servant”.

Activity 4

Answer the following questions.

(a)The fortune of the merchant changed when he lost all his wealth in a Tempest on the sea.

(b) The gifts that the three daughters asked for were jewels, fine dresses, and a rare rose that did not grow in that part of the country. Both the elder daughters asked for jewels and find dresses and the youngest daughter asked for a rare rose.

(c) The merchant went to the Castle because he lost his way in a forest while he was returning home from the city.

(d) The beast demanded from the merchant that either he would have to return to the Castle or else his daughter would come to stay with him in that Castle.

(e) Belle went to the Castle of the Beast to save her father from the hideous beast.

The Beauty and The Beast Class 7 Unit 2 Solution

The Beauty and The Beast Class 7 Unit 2 Solution has been provided with bengali meanings, word notes, and activity answers.

Bengali Meaning

Page 36

পশুটি তাকে মাত্রাতিরিক্ত পোশাক খাদ্য দিত এবং দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আলাপচারিতায় মগ্ন থাকতো। প্রতিরাতে পশুটি বিবাহের ব্যাপারে জিজ্ঞাসা করত আর প্রতিবারেই সে প্রত্যাখ্যাত হত। প্রতিবার প্রত্যাখ্যাত হওয়ার পর বেল্লে এক সুদর্শন যুবরাজকে স্বপ্ন দেখতো যে তার কাছে অত্যন্ত বিনয় ভাবে জানতে চাইতো কেন সে পশুটিকে প্রত্যাখ্যান করেই চলছে। প্রতিবারই সে জবাব দিত যে সে একটি পশুকে বিবাহ করতে পারে না কারণ সে কেবলমাত্র বন্ধু হিসেবেই তাকে ভালোবাসে। কিন্তু বেলে কিছুতেই সেই সুদর্শন যুবরাজ আর পশুটির মধ্যে কোন যোগসূত্র খুঁজে বার করতে পারল না। সে আসস্ত হয় যে পশুটি দুর্গের মধ্যে কোথাও না কোথাও ওই স্বপ্নের যুবরাজকে বন্দি করে আটকে রেখেছে। সে তাকে খুঁজতে লাগল এবং অনেক মায়াবী ঘর খুঁজে বের করলো কিন্তু কখনো তার সেই স্বপ্নের যুবরাজকে দেখতে পেল না।

Page 36

বেশ কয়েক মাস ধরে বেল্লে পশুটির রাজপ্রাসাদে বিলাসবহুল ভাবে জীবন-যাপন কাটাতে লাগলো আর অদৃশ্য ভৃত্যরা তার প্রয়োজন এর সাহায্যে এগিয়ে আসতো এবং অন্তহীন প্রাচুর্যতার মনোরঞ্জন করত আর অন্তহীনভাবে সুন্দর পোশাক সরবরাহ করতো। ঘটনাক্রমে বেল্লে গৃহ কাতর হয়ে পড়ল এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার জন্য পশুটিকে অনুরোধ করল। পশুটি বলল যে সে যেতে দেবে ঠিকই কিন্তু ঠিক এক সপ্তাহের মধ্যে তাকে আবার এই রাজপ্রাসাদে ফিরে আসতে হবে।

Page 37

বেলে এতে রাজী হয়ে গেল এবং একটি মায়াবী আয়না আর একটি আংটি হাতে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আয়না তাকে দেখিয়ে দেবে তার অবর্তমানে পশুটির দুর্গে কি ঘটতে চলেছে আর আংটিটা তাকে তৎক্ষনাৎ ফিরিয়ে নিয়ে যাবে যদি বেল্লে সেই আংটিটা কে তার আঙ্গুলের চারপাশে তিনবার ঘুরিয়ে নেয়।

Page 37

তার বড় বোনেরা চমৎকার পোশাক ও লাবণ্য দেখে চমকে উঠলো এবং তার দুর্গে সুখের জীবন তাদেরকে ঈর্ষাকাতর করে তুলল। পশুটির কাছে কোন একটি নির্দিষ্ট দিনে তার ফিরে যাবার কথা শুনে তার বড় বোনেরা ঠিক করল আরো একদিন বেশি থাকার জন্য বেল্লা কে অনুরোধ করবে। এমনকি তারা চোখে পেঁয়াজের ঝাঁজ দিয়ে দেখাতে চাইল যে তাদের চোখের জল চলে এসেছে। গোপনে তারা আশা করছিল যে বেলের প্রতিশ্রুতি ভঙ্গ হলে পশুটি তার উপর রেগে যাবে এবং তাকে জ্যান্ত মেরে ফেলবে। বেলের হৃদয় তার বোনেদের ভালোবাসার অভিনয়ে আলোড়িত হয়ে গেল এবং সে থেকে যেতে রাজি হল।

Page 37

পশুটিকে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে ফেলার জন্য বেল্লের নিজের কাছে অপরাধী মনে হতে লাগল এবং সে আয়না ব্যবহার করে দেখতে লাগলো যে তার অবর্তমানে দুর্গে কি ঘটনা ঘটছে। বেলে প্রচন্ড ভয় পেয়ে গেল এটা দেখে যে পশুটি প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে তার সেই প্রিয় গোলাপ ফুলের বাগানের কাছে যে গোলাপ ফুলের বাগান থেকে বেলের বাবা একটি গোলাপ ফুল চুরি করেছিল তারা জন্য। বেলে তৎক্ষণাৎ আংটি টিকে ব্যবহার করল এবং পশুটির কাছে দুর্গে ফিরে এলো।

Page 38

দুর্গে ফিরে আসার সঙ্গে সঙ্গে বেলে দেখতে পেল যে পশুটি প্রায় মৃত। বেলে পশুটিকে ধরে কাঁদতে লাগলো এটা বলে যে সে তাকে কত ভালোবাসতো। যেইমাত্র বেলের চোখের জল পশুটিকে স্পর্শ করল সেই পশুটি তৎক্ষণাৎ একজন সুদর্শন রাজপুত্রের পরিণত হল। সেই যুবরাজ বেল্লেকে কে বলল যে অনেকদিন আগে এক পরী তাকে অভিশাপ দিয়ে এই কুৎসিত চেহারার পশুতে পরিণত করেছিল যখন সেই যুবরাজ সেই পরীকে বৃষ্টির মধ্যে তার রাজপ্রাসাদে ঢুকতে বারণ করেছিল এবং তার এই কুৎসিত চেহারা সত্ত্বেও যদি তোকে কেউ সত্যি কারের ভালবাসে তখনই অভিশাপটি দূর হবে। তারপর সেই যুবরাজ বেলেকে বিবাহ করল এবং তারা তারপর থেকে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো।

Word Notes :

Lavish – abundant অপর্যাপ্ত

clothing – dress পোশাক

lengthy – very long দীর্ঘ

conversation – discourse আলাপচারিতা

refused – turn down প্রত্যাখ্যান

refusal – denial অস্বীকার

handsome – good looking সুদর্শন

Prince – young King যুবরাজ

pleaded – implored মিনতি করল

explain – expound ব্যাখ্যা করলো

replied – answered জবাব দিল

connection – relation যোগসুত্র

convinced – assured আশ্বস্ত হলো

holding – keeping রেখেছে

captive – confined বন্দী

enchanted – magical সম্মোহনী / মায়াবী

Several – many অনেক

luxury – extravagance / indulgence আমোদ-প্রমোদের আতিশয্য

wait on hand and foot – attend to somebody’s needs কাজ করার জন্য মুখিয়ে থাকা

invisible – unseen অদৃশ্য

amuse – entertain আমোদ করা

endless – having no end অন্তহীন

supply -act of providing যোগান দেওয়া

eventually – incidentally ঘটনাক্রমে

Homesick – longing for home গৃহ কাতর

Wear – put on পরিধান করা

exactly – just ঠিক

set off – started to go রওনা হল

surprised – amazed অবাক হয়ে গেল

grand – excellent চমৎকার

jealous – envious ঈর্ষাকাতর হওয়া

appear – seem যেন দেখায় এমন

false – artificial নকল

secretly – in a concealed way গোপনে

guilty – faulty দোষী

horrified – frightened সন্ত্রস্ত

discover – find out আবিষ্কার করল

heartbreak – sadness ভগ্নহৃদয়

transformed – changed পরিবর্তিত হয়ে গেল

informed – intimated জানিয়ে দিল

The Beauty and The Beast Class 7 Activity Solution Unit 2

Activity 5

Fill in the table with information from the text.

CauseEffect
The merchant lost all his wealth in a Tempest on sea.The merchant moved over to a village farmhouse.
The merchant promised to send Belle to the Castle.The beast sent him on his way with jewels and fine clothes for his daughters.
Belle loved him and she was horrified to find him half dead.Belle webbed over the body of the beast.

Activity 6

Answer the following questions.

(1) The beast decided to kill the merchant because the merchant was trying to take away his most precious possession after accepting his hospitality.

(2) In his Castle the beast gave her love clothing and food. She was waited on hand and foot by invisible servants. She had no end of riches to amuse her. In this way, the beast looked after Belle in his castle.

(3) Belle failed to find the Prince of our dreams in the Castle because the Prince had no real existence. Belle only dreamt of the Prince and thought that the Prince was held captive somewhere in the Castle.

(4) The two things Belle carried to her father’s house were an enchanted mirror and a ring. The mirror would allow her to see what was going on back at the Beast’s Castle and the ring would allow her to return to the castle in an instant when turned three times around her finger.

(5) A handsome Prince became an ugly beast as long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain.

Activity 7

The following sentences are not in order. Rearrange the sentences in the correct order.

(1) The merchant promised to bring a rose for Belle.

(2) Belle declined to marry the beast.

(3) Belle promised to return to the Castle within a week.

(4) Belle went to the Castle of the Beast.

(5) Belly wept on the dying body of the beast.

(6) The ugly beast became a handsome Prince.

Activity 8

The meanings of certain words are given here. Identify those words.

(i) Imprisonedcaptive
(ii) that which cannot be seeninvisible
(iii) friendly and kind behavior to guestsgraciously
(iv) completely changedtransformed

Activity 9

In each set there is a word that does not fit with rest of the words in the set. Identify the word.

(i) flat

(ii) drizzle

(iii) foe

(iv) accept

Activity 10

Participle adjectives:  when a Verb adding “ing”, “ed ”, or “en” does the work of an adjective and qualify the nouns that follow them are called Participle Adjectives.

Participle AdjectivesQualifying Nouns
dazzlingPalace
enchantedrooms
rollingstones
workinggirls
witheredFlowers
boiledwater
woundedman

Activity 11

Underline the participle Adjectives in the following sentences.

Participle adjectivequalifying nouns
(1) trainedNorse
(2) abscondingprisoners
(3) risingsun
(4) runningbus
(5) sleepinggirl

Activity 12

Punctuate the following sentences using capital letters, question marks, apostrophes,s, and exclamation marks.

20 T P Road

Kolkata 31

Dear Nilanjana,

Last Sunday I could not go to your house. I am very sorry. My mother was not well. We had to take her to the hospital. We were very oh read. My brother’s exam is also close by. I help him in his studies. How are you? I am well. Will you be at home next Sunday? Oh! what a great weekend it will be!

                                                               Warm wishes

                                                                Sunita