The Finishing Point Class 5 Questions Answers

The Finishing Point is in lesson no 11 of class 5 in Butterfly, English TextbookQuestions Answers and Line-by-line Bengali meaning of The Finishing Point has been prepared for class 5 in the following.

Questions Answers from The Finishing Point Class 5

[ Consult Butterfly Textbook Page No -113]

⬔ What is the girl doing in the picture?

Ans: The girl is jumping over the hurdle.

⬔  Which is your favourite sport?

Ans: My favourite sport is Cricket.

The Finishing Point Class 5 The Finishing Point; Unit I 

Bengali Meaning: বঙ্গানুবাদ:  [ Butterfly Page No – 113,114]

রাজিয়াকে তার বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা একটি পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটি হলো ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে লেখা একটি বই। এই বইটির মধ্যে ভারতীয় দৌড়রানি পি টি ঊষার জীবনকথা নিয়ে লেখা একটি অধ্যায় আছে। রাজিয়া যেহেতু পি টি ঊষা সম্বন্ধে জানতে খুব আগ্রহী তাই সে ঠিক নৈশভোজের পর বইটি পড়া শুরু করল। পিলাভুল্লাকান্ডি ঠেককে পারামবিল উষা সাধারণত পি টি ঊষা নামে পরিচিত, প্রকৃতই ভারতের সবচেয়ে খ্যাতনামা এবং সফল মহিলা ক্রীড়াবিদ। খেলাধুলায় তার অসাধারণ ক্রিয়া-কলাপ তাকে “কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্রাক” এবং “পেওলি এক্সপ্রেস” উপাধি এনে দিয়েছিল।পি টি ঊষা কেরালার পেওলি জেলার পেওলি নামক একটি গ্রামে ১৯৬৪ খ্রিস্টাব্দের ২৭শে জুন জন্মগ্রহণ করেন। যদিও ঊষা তার শৈশবের ভগ্নস্বাস্থ্যের জন্য অসুস্থ হয়েছেন,তবুও খেলাধুলায় তার অঙ্গীকার স্পষ্টতই লক্ষ্য করা গেছে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তিনি সর্বদাই ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ রূপে সাফল্য লাভ করেছেন।মাত্র ১৩বছর বয়সে তিনি ১৯৭৭ খ্রিস্টাব্দে(১০০মিটার দৌড়ে) প্রথম জাতীয়করণ করেন। 

People also ask

Butterfly Class 5: English Textbook Solution

Lesson – 1. Gandhi, The MahatmaLesson – 7. The Rebel Poet
Lesson – 2. A Feat On FeetLesson – 8. Buildings to Remember
Lesson – 3. Phulmani’s IndiaLesson – 9.The Bird’s Eye
Lesson – 4. Memory in MarbleLesson – 10. A Great Social Reformer
Lesson – 5. My School DaysLesson – 11. The Finishing Point
Lesson – 6. The Clever MonkeyLesson – 12. Beyond Barriers

Word Trove: 

Awarded –   rewarded – পুরস্কৃত করা
Athlete –   player –   খেলোয়াড়
Contains-  Consists of –  অন্তর্ভুক্ত করা
Sprint Queen –   queen of the track –   দৌড়ারানি
Eagar – Interested – আগ্রহী
>Indeed –   in reality–   প্রকৃতপক্ষে
Extraordinary-   beyond ordinary –   অসাধারণ
Performance –   act of the performing –  প্রদর্শন 
Sprint –  a sort, fast race – দ্রুত দৌড়
Succeeded –   achieved-  সাফল্য
Affected – to become ill –  আক্রান্ত হওয়া

The Finishing Point Class 5 Activity Questions Answers

ACTIVITY 1

Let’s fill in the chart with information about P.T. Usha

Full namePilavullakandi Thekkeparambil Usha
Date of birth27th June 1964
Place of birthPayyoli, Kerala
First national record100 metres sprint, 1977 at 13 years old.

ACTIVITY 2

Let’s answer the following questions.

(1) Who was the ‘Queen of Indian track’?

Ans: P. T, Usha was the ‘Queen of Indian track’.

(2)  How was Usha’s health in her early childhood?

Ans: In her early childhood she had very ill health

ACTIVITY 3

Let’s match the following words with their meanings.

AB
livedexisted
displayedshowed
ill-healthsickness
signsIndications
titlesHonours

The Finishing Point Class 5 The Finishing Point; Unit II 

Bengali Meaning বঙ্গানুবাদ:  [ Butterfly Page No – 115]

পি টি ঊষা ১৯৮০খ্রিস্টাব্দে মস্কো অলিম্পকে কৃতিত্ব লাভ করতে পারেননি।এমনকি ১৯৮২খ্রিস্টাব্দে নিউ দিল্লি এশিয়াডে তিনি শুধুমাত্র রৌপ্য পদক পেয়েছিলেন ১০০মিটার ও ২০০মিটার দৌড়ে।যাই হোক পরের বছর কুয়েত এশিয়ান ট্রাক এন্ড ফিল্ড(এটিএফ) চ্যাম্পিয়নশিপে, ঊষা ৪০০মিটার দৌড়ে স্বর্ণপদক জয় করে নতুন এশিয়ান রেকর্ড অর্জন করেন।তারপরে ১৯৮৩ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দের মধ্যে পি টি ঊষা ১৩টি স্বর্ণ পদক জিতে ছিলেন এটিএফ প্রতিযোগিতায়।১৯৮৪ খ্রিস্টাব্দে লস এঞ্জেলেস অলিম্পিকে পি টি ঊষা সেমিফাইনালে প্রথম হয়েছিলেন কিন্তু ফাইনালে ব্যর্থ হন। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছিল যখন একটা রুদ্ধশ্বাস লড়াইয়ে সেকেন্ডের ১০০ভাগের ১ ভাগ এর জন্য তিনি পদকটি হারান। ১৯৬০ খ্রিস্টাব্দের অলিম্পিকে ভারতের অন্য এক ক্রীড়াবিদ মিলখা সিং এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল।এই দুটি ক্ষেত্রেই ভারতীয় ক্রীড়াবিদ কোন পদক জয় করতে পারেনি। 

Word Trove: 

Perform –  act-  প্রদর্শন করা
Ability –   capacity –    ক্ষমতা বা দক্ষতা
Meets  –  Competition – প্রতিযোগিতা
Faltered –  failed –   ব্যর্থ হয়েছিল
>Nail-biting –  pressuring –   রুদ্ধশ্বাস
Photo-finish –  close-finish –   খুব কাছাকাছি গিয়ে শেষ হওয়া
Incident –   happening –   ঘটনা
Occasions –   special times –   উপলক্ষ
Asiad –  An Asian  tournament of games and sports held every four years in the countries of Asia –    আশিয়াড 
Olympics – an international tournament of games and sports held every 4 years in Megacities of different countries.  –  অলিম্পিক

The Finishing Point Class 5 Activity Questions Answers

ACTIVITY 4

Let’s put a tick (✔) for the right answer and a cross (x) for the wrong answer.

(1) Usha had a memorable entry in the 1980 Moscow Olympics. – (✔)

(2) 1982 New Delhi Asiad was a good experience for Usha. – (✔)

(3) She made a new Asian record in Kuwait. – (✔)

(4) Between 1983-89, Usha won more than ten golds at ATF meets. – (✔)

(5) Usha finished first in the finals in the 1984 Los Angeles Olympics. – (x)

ACTIVITY 5

Let’s answer the following questions.

(1)  How was Usha’s performance in New Delhi Asian Games?

Ans: In New Delhi Asian Games Usha could only win silver medals in the 100 metres. and 200 metres sprint.

(2)  Two Olympic Games are mentioned in the text. When did these take place? Where were these held?

Ans:

1980 – Moscow Olympics.

1984 – Los Angeles Olympics,

The Finishing Point Class 5 The Finishing Point; Unit III

Bengali Meaning বঙ্গানুবাদ: [ Butterfly Page No – 116]

১৯৮৬ খ্রিস্টাব্দে সিওল এশিয়াডে পি টি ঊষা ২২বছর বয়সে এশিয়ার দৌড়ারানি হলেন।২২০ মিটার, ৪০০ মিটার, ৪✖৪০০মিটার হার্টালস এবং ৪০০ মিটার রিলে রেসে জয়লাভ করেন।পরবর্তী পাঁচ বছর এশিয়ান ট্রাকে তিনি আরো শক্তিধর হয়ে উঠলেন। পি টি ঊষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে প্রিয় প্রতীক হয়ে উঠলেন এবং কেরালার জীবন্ত কিংবদন্তি হয়ে উঠলেন যেখানে সদ্যজাত মেয়ে শিশুদের তার নামে নামকরণ করা হতে লাগলো।

Word Trove:

Icon – symbol – প্রিয় ব্যক্তিত্ব
Hurdles – a race in which runners have to jump over wooden hurdles – এক ধরনের দৌড় প্রতিযোগিতা যাতে কাঠের বেড়া পার হয়ে যেতে হয়
Relay race – a race run by a team – এক ধরনের দৌড় প্রতিযোগিতা
Strength – power – ক্ষমতা
Legend – Famous person or story – কিংবদন্তি

The Finishing Point Class 5 Activity Questions Answers

Let’s Do

ACTIVITY 6

Let’s answer the following questions.

(1)  How old was Usha when she participated in the Seoul Asiad?

Ans: Usha was 22 years old when she participated in the Seoul Asiad.

(2)  Name the four events Usha won in the 1986 Seoul Asiad.

Ans: The four events which Usha won in the 1986 Seoul Asiad are 200 metres, 400 metres, 400 metres hurdles, and 4×400 metres relay race.

(3)  How popular is Usha in her state?

Ans: Usha, in her state, is so popular that newborn babies are named after her. 

The Finishing Point Class 5 The Finishing Point; Unit IV

Bengali Meaning

বঙ্গানুবাদ: [ Butterfly Page No – 117

পি টি ঊষা ক্রীড়া থেকে অবসর নিয়ে ১৯৯১খ্রিস্টাব্দে ভি শ্রীনিবাসনকে বিয়ে করেন। কিন্তু ১৯৯৮ খ্রিস্টাব্দের ৩৪ বছর বয়সে তিনি আবার হঠাৎ খেলায় ফিরে এলেন। প্রত্যেকের কাছে এ বিষয়ে আনন্দের ব্যাপার যে তিনি ২০০মিটার ও ৪০০ মিটার দৌড় খেলায় ব্রোঞ্জ পদক লাভ করেন জাপানের ফুকোয়াকাতে এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট-এ।

দেশের প্রতি অসাধারণ অবদানের জন্য পি টি ঊষা কে “অর্জুন পুরস্কারে” সম্মানিত করা ১৯৮৩ এবং ১৯৮৫ খ্রিস্টাব্দে পদ্মশ্রী” সম্মানে। তাছাড়া ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)তাকে “স্পোর্টস পারসন অফ দা সেঞ্চুরি” এবং “স্পোর্টসওম্যান অব দ্য মিলেনিয়াম” খেতাবে ভূষিত করেন।

Word Trove:

Retired – withdrawn from sports – তুলে নেওয়া
Come back – return – ফিরে আসা
Arjuna Award – an award is given for excellence in sports – অর্জুন পুরস্কার
Millennium – A Thousand Years – হাজার বছর
Surprise – astonishment – অবাক হয়ে যাওয়া
Mark- stamp – চিহ্নিত করা
Excellent – Brilliant – অসাধারন বা দূর্দান্ত

The Finishing Point Class 5 Activity Questions Answers

Let’s Do

ACTIVITY 7

Write down why the following years were memorable in Usha’s life.

1983 – Usha was honoured with the “Arjuna Award”.

1985 – She was given “Padmasree”.

1991 –  Usha retired from athletics and married S. Srinivasan.

1998 – She made a sudden comeback and won bronze medals.

ACTIVITY 8

Let’s use the following words from the box to fill in the blanks.

(1) 1980 Olympics was colourless for Usha.

(2) Mr. Roy has an excellent voice.

(3)  The enemies made a sudden attack.

(4) Sourav was chosen for his consistent performance

(5)  Determined effort made Reshma a successful lady.

sudden, excellent, consistent, colourless, successful

ACTIVITY 9

Let’s rearrange the following sentences to put them in order

(1)  Usha was called Payyoli Expresses. – 4

(2)  Usha took part in Los Angeles Olympics games. – 3

(3)  Usha won two silver medals in the New Delhi Asiad. – 2

(4)  Usha had ill-health during childhood. – 1

(5)  Usha received the Padma Shri Award. – 5

ACTIVITY 10

Write complete sentences using information given in the chart below. The first one has been done for you.

(1)  Usha won her first medal in Asian Games in 1982, in New Delhi Asiad.

(2)  She also won Silver medal in 200 metres in New Delhi Asian Games.

(3)  She won Gold medals in Seoul Asiad Games in 200 metres in 1986.

(4)  She also won Gold medal in 400 metres race in Seoul Asian Games in 1986.

(5)  Usha won Gold medal in 400 metres hurdles in 1986 Seoul Asian Games.

(6)  She also won 4 x 400 metres relay race in 1986 Seoul Asiad.

(7)  In 1986 Seoul Asiad she won silver medal in 100 metres race.

(8)  In 1990 Beijing Asian Games she won silver medal in 400 metres.

(9)  In 1990 Beijing Asian Games she won silver medal in 4 x 100 metres relay race.

ACTIVITY 11

Write five connected sentences about another famous sportsperson who has brought glory to our country. Use the following hints.

[Hints: name of the sportsperson-place from where she/he comes-childhood days- events in which she/he took part-her/his achievement.]

Famous SportspersonThe name of the famous sportsperson is Abhinav Singh Bindra, He came of a Punjabi Sikh family on 28th September 1982 at Dehradun, Uttarakhand. He read in the Doon School, and at their home in Patiala he practised shooting. Abhinav Singh Bindra took part in 10 metres Rifle Shooting in Commonwealth Games, ISSF World Shooting Championship and Olympics. He is the first individual gold medallist in Beijing Olympics 2008, and the only Indian to hold gold medals both in World Championship and in Olympics. He has bagged gold, silver, and bronze medals.