Class 4 Butterfly Why is the Sky so High Lesson 1 Solutions

Class 4 Butterfly Why is the Sky so High Lesson 1 Solutions have been given here for the benefit of class 4 students under WBBPE.

1. Match Column A with Column B

AB
 cloudbrings rain
the sungives us light and heat
the starstwinkle
the moonscience at night and changes its shape

2. Fill in the blanks with suitable words

(a) We see the sun, the clouds, stars, and the moon in the Sky

(b) We can’t touch these

Unit – 1

Bengali meaning (বঙ্গানুবাদ)

এখন ছিল রাত্রি দশটা। মিমি এবং রাজু এখনো পর্যন্ত বিছানায় শুতে যায় নি। তারা চেয়েছিল তাদের মায়ের কাছ থেকে শুতে যাওয়ার সময় গল্প শুনবে বলে। সেই জন্য মিমি এবং রাজুর মা বিছানাতে তাদের সঙ্গে শুয়ে পড়ল। মা বললেন ,” ঠিক আছে তাহলে, আমি তোমাদের কে আজকে একটা গল্প বলবো। আমি এই গল্পটি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যখন আমি তোমাদেরই বয়সী ছিলাম।“ মিমি এবং রাজু আনন্দে উত্তেজিত হয়ে তাদের মাকে জিজ্ঞাসা করল,” কি সম্বন্ধে গল্প, মা ? “  তখন মা হেসে বললেন, “এটা আকাশ সম্পর্কে গল্প।“ তোমরা কি এই গল্পটা শুনতে চাও?” “হ্যাঁ, নিশ্চয়ই” , তারা তাদের মাকে বলল” তারপর তাদের মা গল্পটি বলা শুরু করলো।

Class 4 Wings Book Activity Answers Part 1 with pdf Download


Answers for Class 4 Wings Book Activity Part 1,
including a downloadable PDF, are provided for students following the WBBPE syllabus. The material is aligned with the Butterfly book for Class IV and includes Bengali meanings. This Class 4 Wings resource has been developed to complement the content in the Butterfly book for Class IV.

Wings Class 4 Activity Answers Part 1 with pdf Download

BUY NOW!

অনেকদিন আগে প্রত্যেকে আকাশকে স্পর্শ করতে পারতো। আকাশ পৃথিবীর উপরে ছাতার মতো বিস্তারিত হয়ে থাকতো। সেই আকাশ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে খেলা ও করত। সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আকাশের দিকে বল ছুরত। আর আকাশ তাদের দিকে ও বল ছুরত। আকাশ এবং ছোট ছোট শিশুরা একসঙ্গে হাসাহাসি করত এবং আনন্দে থাকতো। আকাশ পৃথিবীর খুব কাছাকাছি থাকতো।

Read Butterfly Class 4 all lessons solutions বাটারফ্লাই ক্লাস ৪ সমস্ত লেশনের বাংলা মানে সহ প্রশ্ন উত্তর সমাধান দেখ নীচে ক্লিক করে।

Revision Lesson Butterfly Class 4Lesson 6: Swadesh
Lesson 1: Why is the Sky so High Lesson 7: A Dream Journey
Lesson 2: A Girl in a FairLesson 8: Sisters
Lesson 3: Taste of BengalLesson 9: A Profile in Kindness
Lesson 4: The HeroLesson 10: Santiniketan
Lesson 5: Meeting Barre Miya

WORDS NOTES

1. Wanted to hear – শুনতে চাইল

2. Bedtime – শুতে যাওয়ার সময়

3. Heard – শুনেছিল

4.  Age – বয়স

5.  Excited – উত্তেজিত ছিল বা আনন্দিত ছিল

6.  Smiling – হাসিমাখা মুখ

7.  Began – শুরু করল

8.  Tale -গল্প

9.  Lay down -শুয়ে পড়ল

10. Long ago – অনেকদিন আগে

11. Everybody – সবাই

12. Could touch – স্পর্শ করতে পারতো

13. Stretched – extended বিস্তারিত

14. Over the earth – পৃথিবীর উপর দিয়ে

15. Little Children – ছোট ছোট শিশুরা

16.  Threw- ছুরত বার নিক্ষেপ করত

17.   Laughed -হাসাহাসি করত

18.   Together – একসঙ্গে

19.   Happiness –  joy আনন্দ

20.   Very close – খুব কাছাকাছি

ACTIVITY – 1

Write T for True and F for False statements in the given boxes.

(a) Mimi and Raju were not excited about hearing the story. – F

(b) Once upon a time, children played with the sky.- T

(c) The sky and the children were very happy then.- T

(d) At that time, the sky was far from the earth. – F

Unit – 2

Bengali Meaning (বঙ্গানুবাদ)

         তখনকার দিনে একজন বৃদ্ধা মহিলা বাস করত। তিনি ছিলেন গ্রামের মধ্যে সবথেকে বৃদ্ধা মহিলা। তিনি একটি ছোট মাটির ঘরে বাস করতেন। তার কুড়ে ঘরটি ছিল ধানক্ষেতের পাশে। কিছুটা দূরে কতগুলো নারকেল গাছ ছিল। তিনি খুব অল্পই কাজ করতেন। তার যাওয়ার কোন জায়গা ছিল না । সেজন্য সারাদিন ধরে তিনি তার কুড়ে ঘরটি কে পরিষ্কার-পরিচ্ছন্ন করতেন ।

    এক গ্রীষ্মের দুপুরে, চারিদিকে প্রচন্ড ধুলো উড়ছিল । লোকজন সবাই কাশছিল  এবং হাঁচি  দিচ্ছিল সেই গুলোর জন্য । এমনকি আকাশ ও কাশল এবং হাঁচি দিল ।

সেই বৃদ্ধা মহিলাটির কুড়ে ঘরটি ধুলোয় ঢাকা পড়ে গেল । সেই বৃদ্ধা মহিলাটি শুধু ঝাঁটাতেই  লাগলেন তার সেই ছোট্ট কুঁড়ে ঘরটিকে। তিনি সেই কুড়ে ঘরের ভিতরে ঝাঁটাতে লাগলেন । তিনি সেই কুড়ে ঘরের বাইরে ও ঝাঁটাতে লাগলেন । সেই ধুলোগুলো বাদামি মেঘ আকারে তার চারিদিকে উড়তে লাগল। আকাশ সহজে নিঃশ্বাস নিতে পারছিল না ।সেই ধুলোগুলো তার নাকের মধ্যে ঢুকে গেল এবং তার হাঁচি হলো । সেই আকাশের এই হাঁচি গোটা জগতকে নাড়িয়ে দিল তার সেই ভয়ঙ্কর শব্দে। আকাশের এই হাঁচিকে বজ্র বলা হয় । লোকজন তাদের মাথা গুলোকে ঢেকে নিল এবং তারা ভয়ে ঘরের ভিতরে ছুটে চলে গেল । কিন্তু সেই বৃদ্ধা মহিলা তার ঝাঁটা দিয়ে ঝাঁটাতেই লাগলো ।

সেই ধুলো তার ঝাঁটা থেকে উঠে আকাশের চোখের মধ্যে ঢুকে গেল এবং  আকাশের চোখ জলে ভর্তি হয়ে গেল । সেই জল বৃষ্টি আকারে নিচে পড়তে লাগলো । সেই বৃষ্টির জলের ফোঁটা সেই বৃদ্ধা মহিলাটির যে জায়গাটি এইমাত্র ঝাঁটিয়ে পরিস্কার করছিল, সেই জায়গাটাতেই পড়ল ।

WORDS NOTES

1. Oldest- বৃদ্ধ তম

2.  Little mud hut-ছোট মাটির তৈরি কুঁড়েঘর

3. In those days-ওই দিনগুলিতে

4. Lived-বাস করত

5. Paddy field-ধানের ক্ষেত

6. Beside-পাশে

7.Coconut trees-নারকেল গাছ

8. Distance-দূরে

9.Little work to do-অল্প কাজ করতো

10.Nowhere to go-যাওয়ার কোন জায়গা ছিল না

11.Cleaned-পরিষ্কার করতে

12. Hot summer day-গরম গ্রীষ্মের দিনে

13. Everywhere-সর্বত্র

14. Coughing-কাশত

15. Sneezing- হাঁচি দিত

16. Covered-আবৃত

17. Dust-ধুলো

18. Swept-ঝাঁটাতো

19. Inside-ভিতরে

20. Outside-বাইরে

21. Rose-উপরে উঠল

22. Brown clouds-বাদামি মেঘ

23. Breathe-নিঃশ্বাস নিতে

24. Easily-সহজে

25. Shook-নাড়িয়ে দিয়েছিল

26. Thunder-বজ্র

27. Covered-আবৃত

28. Indoors – ঘরের ভিতরে

29. Broom-ঝাঁটা

30. Drops of rain-বৃষ্টির ফোঁটা

31. Raindrops-বৃষ্টির ফোঁটা

32. Areas-এলাকা

33. Just Swept-এইমাত্র জানালো

যে ইংলিশ ওয়ার্ড গুলির সমার্থক ইংরেজি শব্দগুলো মুখস্ত করতে হবে সেগুলো নিচে দেওয়া রইল]

Mud – wet earth that is soft and sticky কাদা

Swept – cleaned a surface using a broom ঝাঁটানো

Rose – (past tense of rise) got up ওঠা

Dust – tiny particles of earth lying on the ground or Karat in the air ধুলো

ACTIVITY – 3

Complete the following sentences with words from the text.

(a) The old woman lived in a mud Hut.

(b) the hut was beside a paddy field.

(c) One hot summer day there was dust everywhere.

9d) The old woman swept her hut with a broom.

ACTIVITY – 4

Complete the following table

Who/WhatDid the Following
(i) The old womanCleaned her hut
(ii) the skyCoughed and sneezed
(iii) DustRose all around in brown clouds
(iv)Water from the sky’s eyesFell as drops of rain

Unit -3

Bengali Meaning (বঙ্গানুবাদ)

         বৃদ্ধ মহিলাটি আকাশের দিকে ক্রুদ্ধ ভাবে তাকালো ।“এক্ষুনি বৃষ্টি থামাও” , সে আদেশ দিল । আকাশ কিন্তু বৃষ্টি থামল না। তার চোখ গুলো ধুলোয়  ভরে গিয়েছিল ওই বৃদ্ধা মহিলাটির জানানোর জন্য । বৃদ্ধ মহিলাটি ঝাঁটা তুলে নিল এবং আবার ঝাঁটাতে শুরু করলো। সে আরো জোরে জোরে ঝাঁটাতে লাগল। এবং এর ফলে আরও বেশি পরিমাণে ধুলো উপরের দিকে উঠতে লাগলো।

আকাশটি তার পথ থেকে লাফ দিয়ে সরে গেল। আকাশ ধুলো এড়িয়ে যাবার চেষ্টা করছিল।“দয়াকরে ঝাঁটানো বন্ধ করো” , আকাশ বৃদ্ধা মহিলাটি কে অনুরোধ করতে লাগলো। বৃদ্ধা মহিলাটি আকাশের অনুরোধ শুনল না। বৃদ্ধা মহিলাটি  ঝাটাতেই লাগলো। সে তার ছোট্ট মাটির ঘরে ঘরটিকে পরিষ্কার রাখতে চেয়েছিল।

আকাশ এটাকে আর সহ্য করতে পারলো না। সে হাঁচি দিল এবং কাশতে শুরু করলো। সে বজ্রপাত এবং বৃষ্টি ঘটাল। অবশেষে আকাশ উড়ে চলে গেল।সে উড়ে ওই বৃদ্ধা মহিলাটির ঝাঁটার নাগালের বাইরে চলে গেল। আকাশ আর কখনোই নিচে নেমে এলো না।

কিন্তু আকাশ এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে বন্ধুই রয়েছে। দূর থেকে সে ওই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের কে খেলা করতে দেখে এবং আনন্দের সঙ্গে হাসে।

WORDS NOTES:

1.Angrily-ক্রুদ্ধ ভাবে

2. Stop raining-বৃষ্টি থামাও

3.Ordered-আদেশ করলো

4. Full of dust-ধুলোয় ভর্তি

5. Sweeping-ঝাঁটাচ্ছিল

6. Picked up-তুলে নিল

7. Harder and harder-আগের তুলনায় আরো জোরে

8.Flew up-উড়ে চলে গেল

9. Jumped out-ঝাঁপ দিল

10.Tried-চেষ্টা করল

11.  Avoid-এড়িয়ে গেল

12. Please-অনুরোধ

13. Stop-থামাও

14. Pleaded-বারবার অনুরোধ করলো

15. Listen-শুনলো

16. Request-অনুরোধ করা

17. Wanted-চাইল

18. To keep her hut clean-তার কুঁড়ে ঘরটি পরিষ্কার করতে

19. Never-কখনোই না

20.Came down.-নেমে এলো

21. Again-আবার

22. Still-তখনো পর্যন্ত

23. From a distance-দূর থেকে

24. Watch-লক্ষ করে

25. Smiles happily-আনন্দ সহকারে হাসাহাসি করে

যে ইংলিশ ওয়ার্ড গুলির সমার্থক ইংরেজি শব্দগুলো মুখস্ত করতে হবে সেগুলো নিচে দেওয়া রইল]

Avoid – stay away from এড়িয়ে যাওয়া

Pleaded – requested অনুরোধ করা

ACTIVITY – 5

Arrange the following sentences in the correct order. Put the numbers in the given boxes.

(a) The sky flew out of reach of the old woman’s broom. – 5

(b) The sky could take it no more. – 4

(c) The old woman ordered the sky to stop raining. – 1

(d) The old woman kept on sleeping. – 3

(e) The sky could not stop raining. – 2

ACTIVITY – 6

Answer the following questions.

(a) The old woman was angry at the sky because the sky could not stop raining.

(b) To avoid the dust, the sky jumped out of her way.

(c) The woman kept on sweeping because she wanted to keep her hut clean.

(d) Yes, the sky is my friend. The sky is still a friend to me because he watches me play from a distance and smiles happily.

ACTIVITY – 7(a)

Mimi and Raju had not gone to bed yet.

In the above sentence, Raju and Mimi are the names of the persons.

Nouns:- The words which indicate the names of persons, places, or things are called nouns.

Circle the words which are the names of persons, places, or things.

(a) Mira is a girl.

(b) My uncle leaves in Kolkata.

(c) The Statesman is a famous newspaper.

(d) Piku went to Agra to see the Taj Mahal.

The word marked in bold letter in the above lines is a proper noun.

ACTIVITY – 7(b)

Underline the proper nouns in the following passage

There lived a young boy in a village. His name was Rajeev. He studied in class VI. His Sister Bihu studied in class IV. One day they went to visit the zoo in Kolkata. They also visited the Victoria Memorial very much.

ACTIVITY – 7(c)

Neuter gender:- The words which are the names of things that do not have life are called Neuter Gender. Example: hut, rain, dust, waterhouse, chair, pen

Underline the Neuter Gender in the following sentences.

(a) The old woman swept with her broom.

(b) The calendar is on the wall.

(c) The teacher is writing on the blackboard.

(d) The lion lives in the forest.

ACTIVITY – 7(d)

Common gender:- When the naming words can either be male or female, these words are called Common Gender. Example: child, thief, police, player, baby, parent, cousin, pupil, friend.

Underline the Common Gender in the following sentences.

(a)The servant sweeping the floor.

(b)The students are going out for a picnic

(c)The King was a kind person.

(d)The son of my neighbour is my classmate.

ACTIVITY – 8(a)

Fill in the blanks with words from the help box.

(a) My pet cat has green eyes.

(b)The old man was coughing the entire night.

(c) After the rain, there was no dust on the road.

(d) Would always try to avoid telling lies.

(e) The bird flew off to the Sky.

ACTIVITY – 8(b)

Make sentences of your own using the following words.

Village – Normally the village is small, and the town is big.

Broom – I swept my bedroom with the broom every day in the morning.

Stop – stop here.

Play – I am going to play football now.

ACTIVITY – 9(a)

Write 4 sentences on how the community workers keep your school area clean.

The community workers are called the social workers. They always use broom and water to clean our school. The community workers regularly sweep the dust and clean our school buildings. They also regularly remove garbage from the nearby place of our school area.

ACTIVITY – 9(b)

 Write 4 sentences on how one should take care of old people.

Old people always need good care. We always should look after the needs of the old people. The old people should always be provided with healthy food. We should always help them with their daily work.