The Axe Class 7 Solution Blossoms Lesson 11

The Axe Class 7 Solution Blossoms Lesson 11 has been given in the following included in Blossoms: English Textbook for Class VII WBBSE.

Resipuram Krishnaswami Narayan (1906-2001) was one of the foremost Indian writers in English. He wrote many short stories and novels. Some of his well-known books are The Man-Eater of Malgudi, The Guide, The Sweet Vendor and The English Teacher. He was awarded Padma Bhushan in 1964. The present text is an edited version of his short story The Axe.

রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ (১৯০৬-২০০১) ছিলেন ইংরেজি ভাষায় ভারতীয় লেখকদের মধ্যে অগ্রগণ্য। তিনি অনেক ছোটো গল্প এবং উপন্যাস লিখেছিলেন। তাঁর লেখা কয়েকটি সুবিখ্যাত বই হল দ্যা ম্যান-ইটার অভ্ মালগুডি, দ্যা গাইড, দ্যা সুঈট ভেন্ডর এবং দি ইংলিশ টীচার। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। বর্তমান পাঠ্যটি তাঁর দি অ্যাক্স ছোটোগল্পের সম্পাদিত রূপ।

The Axe Class 7 Unit 1 Solution

The Axe Class 7 Unit 1 Solution is provided with bengali meaning, word notes, and Activity questions answers.

Bengali Meaning

Page 104

ভেলান ছিল খুবই তৃপ্ত আর সুখী। জীবনে তার আর কিছুই চাওয়ার ছিল না।

তার যতদূর মনে হত, এই বড়ো বাড়ির লোকেদের জীবনেও একইরকম পাত্তি ছিল। কেউই কোনো কারণ দেখতে পায় না কেন এই ভালো জিনিসগুলি ক্রমাগত চিরকাল চলে না। কিন্তু মৃত্যু এককোণে উঁকি মারল। একদিন মাঝরাতে তাকে জাগিয়ে তোলা হল আর বলা হল বাড়ির কর্তা মারা গেছেন। সে তৎক্ষণাৎ ভাবল, “এখন বাগানের আর আমার কী হবে? ছেলেরা তো ভালো নয়।”

Page 104

আর তার ভর একেবারে অমূলক (ভিত্তিহীন) ছিল না। ছেলেরা বাস্তবিকই ভালো ছিল না। তারা আরও এক বছর সেই বাড়িতে থাকল, নিজেদের মধ্যে ঝগড়া করল আর অন্য একটি বাড়িতে বাস করার জন্য চলে গেল। এক বছর পরে অন্য একটি পরিবার ভাড়াটে হিসেবে এল। যে মুহূর্তে তারা ভেলানকে দেখল, তারা বলল “বুড়ো মালি? কোনো চালাকি করার চেষ্টা করো না। তুমি কেমন লোক তা আমরা জানি। যদি তুমি ঠিক ঠিক কাজ না-করো (ভালো আচরণ না-করো) তাহলে আমরা তোমাকে বরখাস্ত করব।” ভেলানের জীবন অসহ্য মনে হল। এই লোকগুলির বাগানের প্রতি কোনো মায়া (ভালোবাসা বা শ্রদ্ধা) ছিল না।

Page 105

যাই হোক, শীঘ্রই সৌভাগ্য তাকে অনুগ্রহ করল। ভাড়াটিয়ারা চলে গেল। বাড়িটি কয়েক বছর তালাচাবি বন্ধ থাকল। মৃত মালিকের একজন ছেলে মাঝে মাঝে আসত আর বাগানটি পরিদর্শন করত। ক্রমে ক্রমে তাও বন্ধ হয়ে গেল। তারা ভেলান-এর কাছেই বাড়ির চাবিটি দিয়ে গেল। মাঝে মাঝে একজন সম্ভাব্য ভাড়াটে আসত, বাড়িটি খোলা হত, আর চলে যেত এই কথা বলে যে বাড়িটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এক বছর পর অন্য একজন ভাড়াটে এল, তারপর আর একজন, আর তারপর তৃতীয় জন। কেউই কয়েক মাসের বেশি থাকল না। আর তারপর বাড়িটি ভুতুড়ে বাড়ির খ্যাতি লাভ অর্জন করল।

এমনকি বাড়ির মালিকেরাও বাড়িতে আসার ও দেখাশোনা করার অভ্যাস ছেড়ে দিল। ভেলান এখন বাড়িটির প্রায় মালিক হয়ে গেল। তার কাছে চাবি থাকত। সে-ও বৃদ্ধ হয়ে পড়ল।

Page 105

যখন তার ঝোঁক চাপত (বছরে প্রায় একবার) সে বাড়িটি খুলত, আর মেঝে ঝাঁট দিত আর ঘষে মেজে পরিস্কার করত। কিন্তু ক্রমে ক্রমে সে এই অভ্যাসও ছেড়ে দিল।

সে এত বুড়ো হয়ে গেল যে আর এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাত না। কোনোরকম পরিবর্তন না-হয়ে বছরের পর বছর পার হয়ে গেল। এটি পরিচিত হল ‘ভুতুড়ে বাড়ি’ নামে, আর লোকেরা বাড়িটিকে এড়িয়ে চলল। এ ব্যাপারে ভেলান অভিযোগ করার মতো কিছু দেখতে পেল না। এটি তার পক্ষে চমৎকার মানিয়ে গেল।

Word Notes

Perfectly – completely সম্পূর্ণরূপে

Contented- satisfied সন্তুষ্ট হওয়া

demanded – claimed দাবি করলো

seemed – appeared মনে হল

equally – in the same degree সমানভাবে

on and on – continuously অনবরত

forever – for long time চিরকালের জন্য

peeped – looked through a small opening উকি মারে

awakened – roused from sleep জাগিয়ে তোলা

at once – then and there তৎক্ষণাৎ

entirely – completely সম্পূর্ণরূপে

groundless – baseless ভিত্তিহীন

quarrelled – squabbled ঝগড়া করত

tenants – persons who rent lands or houses from another ভাড়াটিয়া

gardener – one who takes care of a garden মালি

tricks – Conspiracy ষড়যন্ত্র

sack – dismiss বরখাস্ত করা

intolerable – unbearable অসহনীয়

regarded – cared বিবেচনা বা গ্রাহ্য করা

fortune – luck ভাগ্য

favoured – preferred অনুকূলে থাকা

inspected – examine পরীক্ষা করলো

gradually – slowly ধীরে ধীরে

ceased – stop বন্ধ করলো

prospective – possible সম্ভাব্য

ruins – damaged ধ্বংসপ্রাপ্ত

remained – stayed থাকলো

acquired – gained লাভ করল

reputation – position খ্যাতি

haunted – ghostly ভুতুড়ে

scrubbed – washed কাঁচা বা ধোয়া

ghost house – house occupied by ghost ভুতুড়ে বাড়ি

avoided – stay away from এড়িয়ে যাওয়া

grumble – complain কোন ধরনের অভিযোগ

affairs – events বিষয়

suited – match খাপ খেয়ে যাওয়া

excellently – magnificently চমৎকারভাবে

The Axe Class 7 Unit 1 Activity Questions Answers Solution

The Axe Class 7 Unit 1 Activity Questions Answers Solution is provided in the following in an easy way.

Activity 1

Identify which of the following statements are True and which are False. Give a supporting statement for each of your answer.

1. Velan was very happy in the big house. – True

Supporting statement: “Velan was perfectly contented and happy.”

2. The other people of the big house were not so happy. – False

Supporting statement: “As far as he could see, the people in the big house too seemed to be equally at peace with life.”

3. No tenant remained in the house for more than a few months. – True

Supporting statement: “No one remained for more than a few months.”

4. People started avoiding the house. – True

Supporting statement: “It came to be known as the “Ghost House,” and people avoided it.”

Activity 2

Complete the following sentences with information from the text.

(a) One midnight he was told that the master was dead.

(b) The sons of the late owner left the keys of the house with Velan.

(c) The house acquired the reputation of being haunted.

(d) Even the owners dropped the practice of coming and seeing the house.

Activity 3

Answer the following questions.

(a) Who was Velan?

Ans; Velan was the old gardener of the house who loved every tree as his child in the garden.

(b) Did the tenants have any regard for the garden?

Ans: No, the tenants had no regard for the garden.

(c) Did the owners of the house visit the house frequently?

Ans: After the death of the owner of the house, one of the sons of the late owner visited the house occasionally. Later the owners dropped the practice of coming and seeing the house.

(d) How did the house acquire the reputation of a ‘Ghost House’?

Ans: The house acquired the reputation of a ‘Ghost House’ as it remained unoccupied for a long time and the house was in ruins.

The Axe Class 7 Unit 2 Solution

The Axe Class 7 Unit 2 Solution is provided with bengali meaning, word notes, and Activity questions answers.

Bengali Meaning

Page 107

কর্কশভাবে হর্ন বাজাতে লাগল। ডেলান চাবিগোছা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল।

গাড়ির মধ্যে থেকে একজন আদেশের সুরে বলল, “তোমার কাছে চাবি আছে? গেট খোলো।”

ভেলান মৃদুভাবে বলল, “পাশে একটি ছোটো গেট আছে।”

“গাড়ি ঢোকার জন্য বড়ো গেটটি খোলো!”

ভেলান একটি কোদাল এনে ঝোপঝাড় পরিষ্কার করল যেগুলি প্রবেশপথকে ঢেকে রেখেছিল। জংধরা কবজার উপর ক্যাচকোঁচ ও আর্তনাদপূর্ণ শব্দ করে গেটটি খুলে গেল।

Page 107

তারা বাগানের চারদিকে ঘুরল আর বলল, “এই জঙ্গলের প্রতিটি অংশ আমাদের পরিষ্কার করতে হবে। এইসব সরাতে হবে…” কয়েকজন বলবান লোক ভেলান-এর আপাদমস্তক (পা থেকে মাথা পর্যন্ত) চোখ বুলিয়ে নিল আর বলল, “আমার মনে হয়, তুমি মালি? আমাদের এখন বাগানের তেমন দরকার নেই। জায়গাটির ঠিক সীমানা বরাবর আধ ডজন গাছ ছাড়া সবই কেটে ফেলতে হবে।”

এক সপ্তাহ পরে তার পুরোনো প্রভুর একজন ছেলে এসে ভেলানকে বলল, “ওহে বৃদ্ধ, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। বাড়িটি একটি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। তারা আর বাগান রাখবে না। তারা একটি ঘাসের জন্যও জায়গা না-ছেড়ে কুড়িটি ছোটো ছোটো বাড়ি তৈরি করবে।

Page 108

অনেক ব্যস্ততা, কাজকর্ম আর আনাগোনা চলতে লাগল, আর ভেলান তার পুরোনো কুটিরে ফিরে গেল। যখন সে ক্লান্তি বোধ করত তখন শুয়ে পড়ত আর ঘুমোত; অন্য সময়ে সে বাগানে ঘুরে বেড়াত আর গাছপালার দিকে একদৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে থাকত। তাকে পনেরো দিনের নোটিশ দেওয়া হয়েছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হত। সে তার গাছপালার সঙ্গে শেষ সময় পর্যন্ত থেকে যেত। একদিন বিকেলবেলা কুণ্ডুলের শব্দ তার দিবানিদ্রাকে ভাঙিয়ে দিল। তাকে নোটিশ দেওয়ার ঠিক দু-দিন পরের কথা। একটি কঠিন ত্বকে (গাছের ডালে) একটি গাছ কাটার ফলার আঘাতের একঘেয়ে শব্দ তার কানে এসে পৌঁছোল। সে উঠে পড়ে দ্রুতবেগে ছুটে বেরিয়ে গেল। সে দেখল চারজন লোক একটি প্রাচীন নিমগাছের বিশাল গুঁড়িতে করাত চালাচ্ছে। সে আর্তনাদ করে বলল, “ওটা থামাও!” সে তার লাঠিটি নিয়ে যারা করাত চালাচ্ছিল তাদের দিকে ছুটে গেল। তারা সহজেই তার আঘাতের লক্ষ্য এড়াল। তারা জিজ্ঞাসা করল, “ব্যাপারটা কী?”

ভেলান কাঁদতে লাগল। “এটি আমার সন্তান। একে আমি রোপণ করেছিলাম। একে আমি বেড়ে উঠতে দেখেছি। একে আমি ভালোবেসেছি। এটি কেটে ফেলো না…”

“কিন্তু এ তো কোম্পানির আদেশ। আমরা কী করতে পারি? আমরা যদি আদেশ পালন না-করি তাহলে আমরা বরখাস্ত হব, আর অন্য কেউ এটি করবে।

Page 108

ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করল আর বলল, “তোমরা কি আমার এইটুকু উপকার করবে? আমাকে একটু সময় দাও। আমি আমার জামাকাপড় বোঁচকা বেঁধে চলে যাব। আমি চলে যাওয়ার পর তোমাদের যা ইচ্ছা তাই কোরো।” তারা তাদের কুড়ুলগুলি নামিয়ে রেখে অপেক্ষা করতে লাগল।

ভেলান তাড়াতাড়ি মাথায় একটি বোঁচকা নিয়ে তার কুটির থেকে বেরিয়ে এল। সে গাছ-কাটার লোকেদের দিকে তাকিয়ে বলল, “তোমরা এই বুড়ো লোকটির প্রতি খুব সদয়। তোমরা অপেক্ষা করতে রাজি হয়ে খুব দয়া দেখিয়েছ।” সে নিমগাছটির দিকে তাকাল আর চোখ দুটি মুহুল। “ভাই, যতক্ষণ না আমি দূরে, অনেক দূরে চলে যাই ততক্ষণ তোমরা কাটা আরম্ভ কোরো না।”

গাছ-কাটার লোকেরা মাটির উপর উবু হয়ে বসল আর বুড়ো লোকটিকে চলে যেতে দেখল। প্রায় আধ ঘণ্টা পর একটু দূর থেকে কিছুটা অস্পষ্টভাবে তার গলা শোনা গেল, “এখনও তোমরা কেটো না। আমি এখনও শুনতে পাব। দয়া করে আর একটু অপেক্ষা করো যতক্ষণ না আমি আরও দূরে চলে যাই।

Word Notes

Horn – a device in a vehicle that makes sound

Hubbled – walk lamely

Commended – ordered

Meekly – mildly

Fetch – bring

Spade – a digging tool

Vegetation – plants

Rusty – Covered with rust

Hinges – the hooks on which door turns

Creaking – harsh sound

Groaning – moaning

Mighty – very strong

Boundary – border

Property – estate

The Axe Class 7 Unit 2 Activity Questions Answers Solution

The Axe Class 7 Unit 2 Activity Questions Answers Solution is provided in the following in an easy way.

Activity 4

Fill in the chart below with information from the text.

CauseEffect
i. One day a car sounded its horn angrily at the gate.i. Velan hobbled up with the keys.
ii. Velan cleared the vegetation which blocked the entrance.ii. The gates opened on rusty hinges, creaking and groaning,
iii. The house was sold to a company and they were iii. not going to have a gardener.iii. Velan was ordered to go back to his
iv. Velan requested them to wait till the time he left completely and out of hearing.iv. The tree-cutters laid down their axes



Activity 5

Complete the following sentences with information from the text.

1. Someone from the car ordered Velan to open the gate.

2. One of the sons of the old masters told Velan that he had to go back to his village as the owne did not want any gardener.

3. Velan retired to his old hut.

4. Velan rushed out and saw four men hacking the massive trunk of the old margosa tree.

Activity 6

Answer the following questions.

1. Who bought the house?

Ans: A company bought the house.

2. Did they need a garden?

Ans: No, they did not need a garden.

3. What was the order of the company?

Ans: The order of the company was to cut down all the trees except hall a dozen on the very boundary of the property.

4. What was Velan’s request to the tree-cutters?

Ans: Velan requested the tree-cutters to give him a little time to bundle up his clothes. He also requested them not to start cutting the margosa tree till he was really gone far away and out of his hearing

Activity 7

Choose the correct alternative from the bracket and fill in the blanks.

(a) Binota studied harder (harder/more harder) than me.

(b) Rupa sang more sweetly (most sweetly/more sweetly) than her sister.

(c) Mita did worse (worse/ more badly) than Ruby in the music competition.

(d) Among the gymnasts in the championship, Mihir scored the least (less/least).

Activity 8

Choose the correct adverb from the box and fill in the blanks.

more gracefully, radiantly, least nervous, earliest,

There was no one in the hall when Sumana arrived. She was the earliest there. Soon, other dancers came. Sumana looked the least nervous among the competitors. Her steps were more composed than
the other girls on the stage. Her face glowed radiantly as she performed more gracefully than the other dancers on the stage.

Activity 9

Fill in the blanks with the correct form of the verb.

(a) The news is (is/are) shocking.

(b) The children play (plays/play) cricket in the park.

(c) Both Laboni and Soma love (love/loves) outdoor games. more composed.

(d) The hotel manager and his staff make (make/makes) the guests feel comfortable.

(e) Many women today work (works/work) outside the home.

Activity 10

Fill in the blanks with the words given below.

retired, blocked, excellent, orders, tenant

(a) We have a new tenant in our house.

(b) The singer has an excellent voice.

(c) The road was blocked due to an accident.

(d) The job was done according to the orders of the manager.

(e) My father retired from his job last year.

Activity 11

Write the appropriate Plural Nouns of the following.

(a) more than one woman: women

(b) more than one man : men

(c) more than one person: people/persons

(d) more than one goose : geese

(e) more than one mouse: mice

(f) more than one barrack: barracks

(g) more than one deer : deer

(h) more than one syllabus: syllabi

(i) more than one focus: focuses

Activity 12(a)

Write a letter to your friend inviting him/her to the marriage ceremony of your uncle.

Bhatpara, Naihati,
North 24 Parganas
5 September, 2019

My Dear Avirup,

Hope all is well at your end. You will be glad to know that my uncle’s marriage is taking place on 23 September, 2019. My uncle has asked me to invite you. I want you, and your family, to attend the evening ceremony. My father will send you the invitation card by post. Please, come before two or three days earlier to assist me with the preparation of the wedding ceremony.
Convey my regards to your parents and love to your youngers.

Yours ever,
Somdip

Stamp
Avirup Nayek
C/o. Vishaal Nayek
32/2, Hathem Munshi Lane,
Kolkata-700036

Activity 12(b)

Imagine yourself to be the friend whom the letter was sent to. Now write a reply to the letter accepting the invitation.

32/2, Hathem Munshi Lane,
Kolkata 700036
8 September 2019

Dear Somdip,

I am doing absolutely fine. I have received your invitation just now. Thank you so much for your invitation. However, I am glad to hear that your uncle has finally agreed to marry. Congratulations to your uncle and your family. I will definitely attend the ceremony. My parents will come in the evening but I will try to come the day before.

No more today. More when we will meet.

Yours lovingly,
Avirup

Stamp
Somdip Das
C/o-Narayan DasKalikanta Dutta Lane,
Bhatpara, Naihati
North 24 Parganas

Activity 13

Write a story with the help of the following points.

frogs lived in a pond -boys hit stones and hurt the frogs – a frog asked, “Why are you throwing stones?” 1 boys replied, “We are playing” – frogs said, “It is death to us”- boys felt sorry- stopped sport

The Boys and the Frogs

Once there was a muddy pond beside an old house. Some frogs lived in that pond. After the school was over, a gang of naughty school boys gathered on the bank of the pond. One day they threw stones in the pond playfully. Some frogs were hurt badly. Seeing the miserable condition of the frogs, one of them rose its head on the water and asked bravely, “Why are you throwing stones at us?” The boys replied, “We are playing joyously.” The frog said, “Do you know that, what is play to you is death to us.” The boys understood their fault and expressed sorrow for their misdeed. They stopped their foolish sport. Now do the following exercises with your own effort.